শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় সরকারি পিসিআর ল্যাব স্থাপনে জোড় দাবি

এএইচ রাফি, ব্রাহ্মণবাড়িয়া: [২] সোমবার সকাল পর্যন্ত জেলা ৪০৬জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। করোনার সংক্রমণ প্রতিরোধে ইতিমধ্যে জেলা শহরের চারটি এলাকা ও কসবার তিনটি এলাকা লকডাউনের ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন।

[৩] জেলা সিভিল সার্জন অফিসের তথ্য অনুযায়ী হাজারের উপর নমুনা সংগ্রহ করে ঢাকায় পিসিআর ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কিন্তু গত দুইদিন যাবত ব্রাহ্মণবাড়িয়া জেলায় কোনো করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়নি।

[৪] ফলে দ্রুততম সময়ে করোনা ভাইরাস শনাক্ত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারি ভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলা পিসিআর ল্যাব স্থাপনের জোড় দাবিতে সোচ্চার জেলার বাসিন্দারা।

[৫] এবিষয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পীযুষ কান্তি আচার্য বলেন, এত উচ্চ মূল্য দরিদ্র মানুষের নাগালের বাইরে। সরকারি ভাবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় পিসিআর ল্যাব স্থাপন করা হলে জনসাধারণ স্বল্প মূল্যে করোনা পরীক্ষায় আগ্রহী হবেন।

[৬] ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন একরাম উল্লাহ জানান, সরকারি ভাবে পিসিআর ল্যাব স্থাপন করতে ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় একটি পিসিআর ল্যাব স্থাপন করতে। এই বিষয়ে আমাদেরকে আস্বস্ত করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়