শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৬:৫৮ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৬:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফটিকছড়িতে দেড়মাসে খুন ৭

ওমর ফয়সাল, ফটিকছড়ি : [২] দেশে কোভিড-১৯ মহামারি চলাকালে চট্টগ্রামের ফটিকছড়িতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। গত দেড়মাসে এক ইউপি সদস্য খুনসহ উপজেলাজুড়ে ৭টি হত্যাকা, আধিপত্য বিস্তার নিয়ে ক্ষমতাসীন দলের বিভিন্ন গ্রুপের সংঘর্ষ, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারি, বাড়িঘরে হামলা-ভাঙচুর, কিশোরী গণধর্ষণসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়েছে। খুনাখুনি, মারামারি ফটিকছড়িতে এখন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এসব ঘটনায় উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।

[৩] অসংখ্য ঘটনায় ফটিকছড়ি উপজেলায় বর্তমানে আইনশৃঙ্খলার চরম অবনতি ঘটেছে। একের পর এক খুনাখুনির ঘটনায় উদ্বিগ্ন সাধারণ মানুষ। স্থানীয়দের সচেতন মহলের অভিমত, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উদাসীনতায় এ ধরনের ঘটনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা বলেন, ক্ষমতাসীন দলের গ্রুপ-উপগ্রুপের আভ্যন্তরীণ বিরোধ, আধিপত্য বিস্তার, বালু মহাল দখল-বেদখলকে কেন্দ্র করে একের পর এক অপ্রীতিকর ঘটনায় ফটিকছড়িজুড়ে অশান্তি বিরাজ করছে। সমগ্র ফটিকছড়িতে হাত বাড়ালেই মিলছে মাদক। এলাকার মানুষ দিন দিন মাদকাসক্ত হয়ে পড়ছে। ধ্বংস হচ্ছে যুব সমাজ। সমাজে সৃষ্টি হয়েছে অসংখ্য কিশোর গ্যাং। স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিভিন্ন অপরাধম‚লক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। আমরা আশা করছি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী আরো আন্তরিক এবং তৎপর হলে ফটিকছড়িতে শৃঙ্খলা ফিরে আসবে।

[৫] তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ফটিকছড়ি থেকে নির্বাচিত সংসদ সদস্য সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী বলেন, এলাকার শান্ত পরিবেশ বিঘ্নিত করে কেউ পার পাবে না। ইতোমধ্যে একজন চেয়ারম্যানকেও গ্রেপ্তার করা হয়েছে। কে কোন দল বা কোন গ্রুপ করে তা না দেখে, অপরাধীদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি। ফটিকছড়িবাসীর শান্তি-শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।

[৬] অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) আবদুল্লাহ আল মাসুম বলেন, ফটিকছড়ির আইনশৃঙ্খলা একেবারেই যে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে তা ঠিক নয়। এখানে কয়েকটি ঘটনায় পারিবারিক বিষয় জড়িত। আর বেশ কয়েকটি ঘটনা এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে। ইতোপূর্বে সংঘটিত সব হত্যাকাণ্ড ও অপরাধমূলক কর্মকাণ্ড এবং এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেয়া হয়েছে।

[৭] তিনি আরো বলেন, বিগত কয়েক বছরে ফটিকছড়ি থেকে বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। অপরাধ দমনে শুধু আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর উপর ভরসা না করে সামাজিক সচেতনতা বৃদ্বি করাও আবশ্যক বলে মত এ পুলিশ কর্মকর্তার। সম্পাদনা : হ্যাপি

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল উপজেলার পাইন্দংয়ে আব্দুল্লাহ আল দিহান নামে ৪ বছরের এক শিশু চাচী কর্তৃক ছুরিকাঘাতে খুন হয়। ২৭ এপ্রিল সুয়াবিল হাজিরখীলে আধিপত্য বিস্তার নিয়ে আলাউদ্দিন নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়। ১ মে নানুপুরে ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে দুই কিশোর গ্যাং-এর মারামারিতে ছুরিকাঘাতে নুরুল হক সাইমন নামে এক কিশোরকে হত্যা। এমন অসংখ্য ঘটনা ঘটেছে গত দেড় মাস।

সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়