শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিউদ্দিন আহমেদ : প্রসঙ্গ বসুন্ধরা গ্রুপের, শাহ আলমের মলিকানাধীন টিভি চ্যানেল ‘নিউজ ২৪’ এ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত সিকদার গ্রুপের পক্ষে নগ্ন প্রচারণা

মহিউদ্দিন আহমেদ : ৯ জুন, মঙ্গলবার, ২০২০ তারিখে দৈনিক ‘প্রথম আলো’র প্রথম পৃষ্ঠার ৬ কলামের শিরোনাম ছিল, ‘বিদেশে এতো সম্পদ সিকদার পরিবারের’।প্রথম পৃষ্ঠার এই স্টোরির সাথে আছে এই সিকদার পরিবারের ছয় জনের ছবি, [১] জয়নুল হক সিকদার, [২] পারভিন হক সিকদার, এমপি, [৩] নিক হক সিকদার, [৪] রিক হক সিকদার, [৫] রণ হক সিকদার এবং [৬] দিপু হক সিকদার। পরদিন, ১০ জুন সিকদার গ্রুপ থেকে একটি প্রতিবাদ ছাপা হয় ‘প্রথম আলো’তে। তবে প্রথম আলোর পক্ষ থেকে প্রতিবাদ পত্রটি খ-নও করা হয়।

 

১১ জুন, বসুন্ধরা গ্রুপের তুমুল বিতর্কিত ভূমি ব্যবসায়ী শাহ আলমের দৈনিক পত্রিকা ‘বাংলাদেশ প্রতিদিন’-এ সিকদার গ্রুপের পক্ষে একটি বিশাল প্রতিবাদ ছাপা হয়। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, শাহ আলমের মালিকাধীন তিনটি ইংরেজি, বাংলা দৈনিক পত্রিকায় সিকদার পরিবারের দুই বালক সদস্য, রণ হক সিকদার ও দিপু হক সিকদারের নিজেদের বিমানে ব্যাংকক পালিয়ে যাওয়ার উপর একটি হরফও ছাপেনি। কিন্তু ছেপেছে পপ্রতিবাদ। এখন ‘সাপ্রাইজ অ্যান্ড মোর সাপ্রাইজ’, শাহ আলমের মালিকানাধীন এই ‘নিউজ ২৪’ চ্যানেলে সিকদার গ্রুপের বন্দনা করে খবর প্রচার করছে ১৩ জুন, শনিবার, ২০২০ সন্ধ্যায়। পত্র-পত্রিকা এবং টিভি চ্যানেলের মালিকানার গুরুতর অপব্যাবহারের এটি একটি নিকৃষ্ট এবং জঘন্য উদাহরণ। ভূমি ব্যবসায়ী শাহ আলম তার সর্বসাম্প্রতিক উদাহরণ।

 

জয়নুল হক সিকদারের বিরুধ্বে গুরুতর অভিযোগ, ভূমি ব্যবসায়ী শাহ আলমের মতো এই জয়নুল হক সিকদারও বুড়িগঙ্গার চর দখল করে সিকদার মেডিকেল হাসপাতাল বানিয়েছে। প্রবীণ সাংবাদিক সালিম সামাদের একটি ফেসবুক পোস্টে দুদিন আগে দেখলাম, এই জয়নুল হক সিকদার ১৯৬০ এর দশকে তৎকালীন ইপিআর এ (এখনকার বিজিবি) কিছু একটা মেকানিকের কাজ করতো। হঠাৎ জয়নুল হক সিকদার নামের এই আদম সন্তান ক্যামনে এতো সম্পদশালী হয়ে পড়লো, লাখ প্রাণের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশে?

 

এই দেশে মুক্তিযোদ্ধারা রিকশা চালান, ভিক্ষাও করেন। করোনা সংকটে তারা আরও বিপন্ন ও বিপর্যস্ত হয়ে পড়বেন। কিন্তু জয়নুল হক সিকদার এবং শাহ আলমরা হাজার হাজার একর জমির এবং টাকার মালিক হয়ে যায় ক্ষমতাসীন সরকারের দয়া-দাক্ষিণ্য নিয়ে। তারা জেল-জরিমানার মামলা থেকে নিজ মালিকানাধীন বিমানে চড়ে পালিয়ে যায় এবং ক্ষমতাসীন সরকারের ফরেন মিনিস্ট্রি এবং ব্যাংককে অবস্থিত তাদের দূতাবাস ফৌজদারি মামলার এই আসামিদের সাহায্যও করে। এই সিকদার এবং শাহ আলমরা আবার প্রমাণ করে, এজঊঊউ ওঝ এঙঙউ অঘউ এজঊঅঞ ধহফ ইঊঐওঘউ ঊঠঊজণ জওঈঐ ঞঐঊজঊ ওঝ অ ঈজওগঊ। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়