শিরোনাম

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০৩:৪৯ রাত
আপডেট : ১৫ জুন, ২০২০, ০৩:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুই উপ-উপাচার্য, ট্রেজারার এবং বাজেট বিহীন ঢাবির বার্ষিক সিনেট সভা অনুষ্ঠিত

ওবায়দুর সোহান : [২] ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটের বার্ষিক অধিবেশন রোববার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হয়েছে।

[৩] সিনেটে চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান- এর সভাপতিত্বে সিনেটের এই বার্ষিক অধিবেশনে সংসদ সদস্য, ডাকসু’র প্রতিনিধিসহ সকল ক্যাটাগরি থেকে ৬৩ জন সিনেট সদস্য অংশগ্রহণ করেন। তবে এই সভায় অংশ নেননি উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং ট্রেজারার অধ্যাপক কামাল উদ্দীন। সিনেটের ইতিহাসে এটিই প্রথম সিনেট অধিবেশন যেখানে দুইজন প্রো-ভিসি ও ট্রেজারার উপস্থিত ছিলেন না।

[৪] এছাড়াও, নানা জটিলতায় সিনেটের এই বার্ষিক অধিবেশনে ২০২০-২১ অর্থ বছরের বাজেট উপস্থাপন করার কথা থাকলেও উপস্থাপন করা সম্ভব হয়নি। তাই, বার্ষিক বাজেট উপস্থাপন ও বিবেচনার জন্য সিনেটের এই বার্ষিক সভা আগামী ২৩ জুলাই বিকেল ৩.৩০টা পর্যন্ত মুলতবি করা হয়।

[৫] সিনেটের বার্ষিক এই অধিবেশনে আগামী এক বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে নতুন তিন সদস্যকে মনোনয়ন দেয়া হয়েছে। তাদের মধ্যে, রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ক্যাটাগরিতে এস. এম. বাহালুল মজনুন, শিক্ষাবিদ হিসেবে অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম এবং বিশিষ্ট নাগরিক হিসেবে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক ও ইসলামিকন বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক এ কে এম শামসুজ্জামান খানকে সিন্ডিকেট সদস্য হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। এছাড়াও, ফাইন্যান্স কমিটিতে সোনালী ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক আতাউর রহমান প্রধানকে মনোনয়ন দেওয়া হয়।

[৬] এর পাশাপাশি, সিনেটের এই অধিবেশনে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রিসার্চ ইনস্টিটিউট ফর পিস এন্ড লিবার্টি’-এর প্রস্তাবিত স্ট্যাটিউট অনুসমর্থিত হয়।

[৭] সভায় উপাচার্য ,বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে পাঁচ বছর মেয়াদী ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’ (ঝঃৎধঃবমরপ চষধহ) গ্রহণ করার কথা বলেন। তিনি বলেন, এই ‘স্ট্র্যাটেজিক প্ল্যান’-এ থাকবে গবেষণা; শিক্ষার পরিবেশ ও আধুনিকায়ন; প্রশাসনিক দক্ষতা ও সমন্বয়; শিক্ষার্থীদের ক্যারিয়ার ও ভবিষ্যৎ, বিশ্ববিদ্যালয় কমিউনিটির উন্নয়ন (শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের); বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ও বাহ্যিক নান্দনিক পরিবেশ; প্রাক্তন শিক্ষার্থীদের শিক্ষা ও প্রশাসনিক কাজে অংশগ্রহণে উৎসাহিতকরণ; নেতৃত্বের উন্নয়ন; স্বেচ্ছাসেবী কার্যক্রমকে ত্বরান্বিত ও উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয়ব্যাপী ‘অপঃরাব পরঃরুবহংযরঢ়' উদ্যোগ চালুকরণ; বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং; সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কার্যাবলিকে ঝউএং-২০৩০ -এ রূপায়ণ ও ভিশন-২০৪১-এর সাথে তার সমন্বয়সাধন করবে। এছাড়াও ' ঞযব উযধশধ টহরাবৎংরঃু ঋঁহফ’ শীর্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল গঠনের ব্যাপারে আন্তরিকভাবে প্রচেষ্টা চালানো হচ্ছে বলে জানা যায়।

[৮] অধিবেশন শুরুর আগে, স্বাস্থ্যবিধি অনুসরণ ও সামাজিক দূরত্ব বজায় রেখে এই অধিবেশনের আয়োজন করা হয়। জাতীয় সংগীত পরিবেশন, পবিত্র ধর্মগ্রন্থসমূহ থেকে পাঠ, গত সিনেট অধিবেশনের পর থেকে আজ পর্যন্ত দেশ-বিদেশের যে সকল বরেণ্য ব্যক্তিবর্গ ও ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যবৃন্দ মৃত্যুবরণ করেছেন তাঁদের স্মরণে শোক প্রস্তাব পাঠ, ১-মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন ও মোনাজাতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়