শিরোনাম
◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ১৫ জুন, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রাম রিয়াজউদ্দিন বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ ব্যবসায়ীকে ৪২ হাজার টাকা জরিমানা

রাজু চৌধরী, চট্টগ্রাম প্রতিনিধি : [২] রোববার (১৪ জুন) দুপুরে ওষুধ প্রশাসন অধিদফতরের সহায়তায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এই অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক। অভিযানে ওষুধ প্রশাসন অধিদফতরের সহকারী পরিচালক হোসাইন মোহাম্মদ ইমরান অংশ নেন।

[৩] এসময় বেশি দামে জীবাণুনাশক স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ বিক্রির দায়ে ৫ দোকানিকে ৪২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

[৪] এবিষয়ে ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, ক্রেতা সেজে রিয়াজ উদ্দীন বাজারের কয়েকটি প্রসাধনী বিক্রির দোকানে যাই। ১ লিটার স্যাভলনের দাম জিজ্ঞেস করতেই ৫০০ টাকার নিচে কেউ বিক্রি করতে রাজি হয়নি। অথচ এসব স্যাভলনের গায়ে মূল্য লেখা ২২০ টাকা।

[৫] তিনি আরো জানান,, অতিরিক্ত দামে জীবাণুনাশক স্যাভলন, হ্যান্ড স্যানিটাইজার এবং হ্যান্ডওয়াশ বিক্রির দায়ে রূপসজ্জা কসমেটিকসকে ২০ হাজার, রফিক কসমেটিকসকে ১০ হাজার, ক্যাপ হাউসকে ৫ হাজার, ইলিয়াস কালেকশনকে ৫ হাজার এবং রাশেদ ক্যাপ হাউসকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৬] নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. উমর ফারুক জানান, জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেনের নির্দেশে চট্টগ্রামের সব এলাকায় এই ধরণের অভিযান অব্যাহত থাকবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়