শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১৫ জুন, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দেশের এসএমই সেক্টরকে সহায়তা করতে সরকার গুরুত্বের সঙ্গে কাজ করছে : জুনাইদ আহমেদ পলক

সমীরণ রায় : [২] তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী আরও বলেন, করোনায় ভাইরাসের প্রাদুর্ভাবে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পসহ সামগ্রিক ব্যবসা বাণিজ্য যেভাবে হুমকির মধ্যে পরেছে সে সম্পর্কে সরকার সজাগ রয়েছে। কীভাবে প্রযুক্তি সেবার মান বাড়িয়ে এর সুফল ব্যবসায়ীদের মধ্যে পৌঁছে দেওয়া যায় তা নিয়ে সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যেই কাজ শুরু করেছে।

[৩] তিনি বলেন, আমি খুবই আনন্দিত যে আমাদের দেশের স্টার্ট-আপ ও তরুণ উদ্যোক্তারা শুধুমাত্র সরকারের আশায় বসে নেই। তারা নিজেদের যোগ্যতা, মেধা, দক্ষতা ও সৃজনশীলতার মাধ্যমে এগিয়ে যাচ্ছে এবং একজন অপরজনের পাশে দাঁড়িয়ে আরও শক্তিশালী হচ্ছে।

[৪] রোববার ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯’ শীর্ষক প্ল্যাটফর্ম আনুষ্ঠানিকভাবে অনলাইনের মাধ্যমে উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

[৫] আইসিটি মন্ত্রণালয়ের স্টার্টআপ বিষয়ক উপদেষ্টা টিনা এফ জাবীন বলেন, ‘ফাউন্ডার্স এগেইন্সট কোভিড-১৯ৃ’ উদ্যোগটি খুবই সময়োপযোগী একটি পদক্ষেপ। এ সময়ে আমাদের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশে দাঁড়ানো দরকার যাতে তাদের ব্যবসা পরিচালনার খরচের বোঝা যতটা সম্ভব কমানো যায়। এধরনের প্ল্যাটফর্মের মাধ্যমে একটি স্টার্ট-আপ আরেকটি স্টার্ট-আপকে সাহায্য করতে পারবে।

[৬] বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, এ ধরনের উদ্যোগের মূল উদ্দ্যেশ্যের সঙ্গে একাত্মতা থাকার কারণে বেসিস তাদের সম্পৃক্ততা নিশ্চিত করেছে। দেশের ব্যবসা বাণিজ্যের জন্য কোভিড-১৯ পরবর্তী সমস্যা মোকাবিলার জন্য এ প্ল্যাটফর্ম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।

[৭] এ অনলাইন কনফারেন্সে অন্যান্যের মধ্যে আরও অংশ নেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ডন সামদানী, সেবা এক্সওয়াইজেড এর সিইও আদনান ইমতিয়াজ হালিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সেবা এক্সওয়াইজেড এর স্ট্র্যাটেজিক হেড সামিউল কবীর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়