শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০১:১৫ রাত
আপডেট : ১৫ জুন, ২০২০, ০১:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেট পাসের আগেই বাড়ল কলচার্জ, কারণ জানতে চেয়ে বিটিআরসি’র চিঠি

শিমুল মাহমুদ: [২] চার অপারেটরকে শনিবার ই-মেইলে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বাজেটে সম্পূরক শুল্ক বাড়ানোর ঘোষণার পর তা ইতোমধ্যে আরোপ করা শুরু হয়েছে, এটি প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।

[৩] কঠোর ব্যবস্থা হিসেবে অনাপত্তিপত্র (এনওসি) এবং সকল সেবা ও ট্যারিফ অনুমোদন বন্ধ করে দেয়ার কথা বলা হয়েছে চিঠিতে।

[৪] বাজেটে মোবাইল সেবায় যে সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে, তা ১ জুলাই থেকে কার্যকর হওয়ার কথা বলেও চিঠিতে উল্লেখ করা হয়।

[৫] টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা -বিটিআরসি’র চেয়ারম্যান জহুরুল হক বলেন, এ বিষয়ে জানতে চেয়ে আমরা চিঠি পাঠিয়েছি নিয়ম অনুযায়ী তারা এর উত্তর দেবে।

[৬] এ বিষয়ে জানতে চাইলে একটি মোবাইল ফোন অপারেটরের একজন ঊর্ধবতন কর্মকর্তা বলেন, আইন অনুযায়ী সম্পূরক শুল্ক আরোপ করা হলে সেটা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। এরআগেও বাজেটে এ ধরনের সিদ্ধান্তে তা একইভাবে কার্যকর করা হয়েছে। শিগগিরই বিটিআরসিকে চিঠি দিয়ে এ বিষয়ে অবহিত করা হবে। সম্পাদনা : রায়হান রাজীব

  • সর্বশেষ
  • জনপ্রিয়