শিরোনাম
◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ০১:১০ রাত
আপডেট : ১৫ জুন, ২০২০, ০১:১০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আমাদের দেশে বর্ণবাদের কোনো স্থান নেই: ব্রিটিশ প্রধানমন্ত্রী

লিহান লিমা: [২] ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন আরও বলেন, পুলিশকে আক্রমণ করা যে কাউকে আইনের সম্মুখীন হতে হবে। যে বিক্ষোভ হচ্ছে তা সহিংস এবং বর্তমান করোনা ভাইরাস জনিত নিষেধাজ্ঞা লঙ্ঘন করছে। বর্ণবাদের সঙ্গে ব্রিটেনের কোনো সম্পৃক্ততা নেই এবং এটিকে বাস্তবে পরিণত করার জন্য আমাদের সকলকে কাজ করতে হবে।

[৪] বর্তমানে দেশটির সাম্রাজ্যবাদী অতীতের স্মৃতিস্তম্ভ ও মূর্তিগুলো নিয়ে বিতর্ক চলছে। গত সপ্তাহে দাস ব্যবসায়ী এডওয়ার্ড ব্রিস্টলের মূর্তি ভেঙ্গে ব্রিস্টল বন্দরে ফেলে দেয়া হয়। লন্ডনে উইনস্টন চার্চিলের মূর্তির সামনে ‘বর্ণবাদী ছিলেন’ শব্দটি খচিত করে দেয়া হয়। বিক্ষোভের মুখে চার্চিলের নাতনি বলেন, বিক্ষোভ এভাবে চলতে থাকলে সুরক্ষার জন্য তার মূর্তি জাদুঘরে রাখা উচিত। আল জাজিরা।

[৫] চার্চিলের মূর্তির সামনে শনিবার শত শত ডানপন্থী বিক্ষোভকারী ফুটবল জার্সি পরে ‘ইংল্যান্ড, ইংল্যান্ড’ বলে স্লোগান দেয়। তারা নিজেদের দেশপ্রেমিক বলে দাবি করেন। কিছু কিলোমিটার দূরে হাইড পার্কে ‘ব্ল্যাক লাইভস ম্যাটারের’ সমর্থনে হয় বর্ণবাদ বিরোধী বিক্ষোভ।

[৬] ট্রাফলগার স্কয়ারে পুলিশ দুই গ্রুপকে আলাদা করে দেয়। একদল ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ এবং অন্যদল বর্ণবাদী আপত্তিকর স্লোগান দিচ্ছিলেন।

[৭] লন্ডন মেট্রোপলিটন পুলিশ এক বিবৃতিতে বলেছে, সহিংস কার্যক্রম ও পুলিশকে হয়রানি করার জন্য শনিবার প্রায় ১০০ জনকে আটক করা হয়েছে। বর্ণবাদের পক্ষে ডানপন্থী বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলা চালায়। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়