শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ প্রাথমিকের তৃতীয় ধাপের পরীক্ষা শুরু, মানতে হবে কিছু নির্দেশনা ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ১২:৫৭ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২০, ১২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঝিনাইদহে সাবেক ইউপি চেয়ারম্যানের উপর হামলা, বাচাঁতে এসে ছোট ভাইয়ের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি : [২] জেলার হরিণাকুন্ডু উপজেলার ৪নং দৌলতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছাব্দার রহমানের উপর হামলার ঘটনা ঘটেছে। বাধা দিতে গেলে আব্দুস সাত্তার (৫৫) কে ধাক্কা দেয় কালামসহ কয়েকজন দুর্বৃত্ত। এতে ঘটনাস্থলেই মারা যান আব্দুস ছাত্তার। হামলায় আহত হন দৌলতপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান ছাব্দার রহমান।

[৩] শনিবার (১৩ জুন) রাত পোনে ১২ টার দিকে এই ঘটনা ঘটে। আহত ছাব্দার রহমান ও নিহত আব্দুস ছাত্তার উপজেলার রিশখালী গ্রামের মৃত সামাদ মন্ডলের ছেলে।

[৪] আহত ছাব্দার রহমান বলেন, রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে ছিলাম। এসময় লাল্টু ওরফে লিটন, কালামসহ কয়েকজন দুর্বৃত্ত ডাক দিলে বাড়ি থেকে বের হই। তর্কবিতর্কের এক পর্যায়ে লিটন ওরফে লাল্টু, আবুল কালাম পুর্ব পরিকল্পিতভাবে ছাব্দার রহমানের মাথায় লাঠি দিয়ে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত জখম হন। বড় ভাই ছাব্দার রহমানের রক্তাক্ত শরীর ও লোকজনের চিৎকার চেচামেচিতে ছোট ভাই আব্দুস ছাত্তার এসে তাদের বাধা দেয়। এসময় কালাম ধাক্কা দিয়ে ফেলে দিলে ঘটনাস্থলেই আব্দুস ছাত্তারের মৃত্যু হয়।

[৫] এ বিষয়ে হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) আসাদুজ্জামান জানান, মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে আব্দুস ছাত্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলা হলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়