শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ১১:৫৬ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২০, ১১:৫৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নোয়াখালীতে করোনা রোগীর সংখ্যা বৃদ্ধিতে অক্সিজেন সংকট

নোয়াখালী প্রতিনিধি: [২] নোয়াখালীতে করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্তদের বেশিরভাগ রোগীই চিকিৎসা নিচ্ছেন শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী কোভিড-১৯ হাসপাতাল ও নোয়াখালী জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে। রোগীর সংখ্যা প্রতিদিন বাড়তে থাকায় এই দুই হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সিলিন্ডার সংকট। পাশাপাশি এখানে নেই কোনো কেন্দ্রীয় অক্সিজেন ব্যবস্থা।

[৩] বিশেষজ্ঞরা বলছেন, এই অবস্থায় যদি কোনো জটিল রোগী হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন তবে সেক্ষেত্রে অনেকটাই ঝুঁকির মধ্যে পড়বে চিকিৎসা ব্যবস্থা। রোববার ( ১৪ জুন) পর্যন্ত জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩৪০জন ও করোনায় মৃত্যু হয়েছে ৩৫ জনের। এরমধ্যে রোববার নতুন আক্রান্তের সংখ্যা ২৬জন।

[৪] ভুলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড হাসপাতালে ৪২টি অক্সিজেন সিলিন্ডার দিয়ে চলছে চিকিৎসা। যেখানে অন্তত ১৫০টি সিলিন্ডার প্রয়োজন। এখানে ৮০টি শয্যায় চিকিৎসা নিচ্ছেন ৫৪জন রোগী। এ হাসপাতালে সর্বমোট ১৪০জন রোগী ভর্তি হয়ে সুস্থ হয়েছেন ৯১জন।এছাড়া নোয়াখালী জেনারেল হাসপাতালেও আইসোলেশন ওয়ার্ডে ৩০০টি অক্সিজেন সিলিন্ডার প্রস্তুত থাকার কথা থাকলেও আছে মাত্র ৬০টি। এখানে আইসোলেশন ওয়ার্ড়ে ২০টি শয্যায় ১৩জন রোগী চিকিৎসা নিচ্ছেন। তীব্র শ্বাসকষ্টের রোগীদের জন্য অক্সিজেনের প্রয়োজন হলেও বেশিরভাগ ক্ষেত্রে হাসপাতাল থেকে অক্সিজেন পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন রোগীর স্বজনরা।

[৫] শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত কোভিড হাসপাতালের কোঅর্ডিনেটর ডা. নিরুপম দাশ বলেন, শরীরে অক্সিজেনের মাত্রা বা স্যাচুরেশন ৯৩শতাংশের নিচে নেমে গেলে প্রথমে অল্প মাত্রায় অক্সিজেন দিতে হয়। এতেও পরিস্থিতির উন্নতি না হলে অক্সিজেনের মাত্রা দ্বিগুণ করা হয়। আমাদের হাসপাতালে হাই-ফ্লো ও সেন্ট্রাল অক্সিজেন দরকার হলেও তা নেই। সিলিন্ডারের অক্সিজেনে রোগীকে ভালো রাখার চেষ্টা করছি। কিন্তু তাও ঠিকমতো পাচ্ছি না।

[৬] নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বলেন, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড়ে ১৩জন করোনা আক্রান্ত রোগী ভর্তি রয়েছেন। তাদের জন্য অন্তত ৬০টি অক্সিজেন সিলিন্ডারের প্রয়োজন রয়েছে। অক্সিজেন সংকটের কারণে রোগীদের সেবা দিতে সমস্যা হচ্ছে।

[৭] নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন বলেন, আামাদের কখনো অক্সিজেন সিলিন্ডার সংকট হয় নাই। এখন এ পরিস্থিতিতে কিছুটা সংকট দেখা দিয়েছে। ৫০টি অক্সিজেন সিলিন্ডারের চাহিদাপত্র দিয়েছি। সেগুলো পেলে সংকট কেটে যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়