শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ জুন, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ১৫ জুন, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড রোগী সুস্থ হতে চিকিৎসক বিজ্ঞানীদের মতে কত দিন লাগে?

শিমুল মাহমুদ : [২] আয়ারল্যান্ড প্রবাসী চিকিৎসক বিজ্ঞানী ডা. আরমান রহমান ও ডা. রুমি আহমেদ খান বলেছেন, লক্ষণ শুরুর পরে দশ দিন আইসোলেশন থাকা অথবা লক্ষণ ভাল হয়ে যাবার পরে ৩ থেকে ৪ দিন বাসায় থাকা আমাদের দেশের জন্যে কার্যকরী পদক্ষেপ হিসেবে ধরে নেয়া যায়। তবে এক্ষেত্রে বাংলাদেশের বিশেষজ্ঞদের পরামর্শ মেনে চলার উপর গুরুত্ব দিয়েছেন তিনি।

[৩] প্রবাসী চিকিৎসক বিজ্ঞানী বলেন, অনেক রোগীর লক্ষণ সেরে যাবার পরেও দীর্ঘদিন পিসিআর টেস্ট পজিটিভ আসতে পারে কিন্তু এই পিসিআর টেস্টের সাথে ভাইরাস কালচারের কোন কোরিলেশন থাকে না। আমেরিকার সিডিসি আটলান্টা এই ক্ষেত্রে একটি গাইডলাইন দিয়েছে যেটি মূলত স্বাস্থ্য কর্মীদের জন্যে। তবে এর থেকে সাধারণ মানুষও ধারণা নিয়ে পারবেন।

[৪] ডা. আরমান রহমান বলেন, তারা রোগীদেরকে দুই ভাগে ভাগ করেছেন। এক. ধারণা করছেন করোনা রোগের উপসর্গ আছে (টেস্ট করিয়ে জেনেছেন অথবা টেস্ট করতে পারেন নি)। দুই. করোনা টেস্ট করিয়ে যারা পজিটিভ পেয়েছেন, কোন উপসর্গ ছিল না।

[৫] শুধু রোগের লক্ষণ ছিল কিন্তু টেস্ট করেননি তাদের ক্ষেত্রে, ১.ভালো হয়ে যাওয়ার তিন দিন (৭২ ঘণ্টা) অপেক্ষা করবেন। ভাল হয়ে গিয়েছেন বুঝবেন- যখন জ্বর নাই (ঔষধ খাওয়া ছাড়া), কাশি, গলাব্যথা, নিশ্বাসের কষ্ট চলে গিয়েছে। ২. লক্ষণ শুরু হওয়ার দশ দিন পর পর্যন্ত অপেক্ষা করবেন।

[৬] করোনা টেস্ট করিয়ে যারা পজিটিভ পেয়েছে তাদের ক্ষেত্রে : জ্বর নাই (ঔষধ খাওয়া ছাড়া) কাশি, গলাব্যথা, নিশ্বাসের কষ্ট চলে গিয়েছে এবং পর পর দুটি পিসিআর টেস্ট নেগেটিভ ২৪ ঘণ্টা অন্তর করা।

[৭] চীনে দেখা গেছে, কোভিড সেরে যাওয়ার ২১-২২ দিন পরও পিসিআর টেস্টে পজিটিভ আসছে। এ কারণে হাসপাতাল থেকে বাসায় যেতে দেওয়া হয়নি। কিন্তু পরে দেখা গেলো, এসকল রোগীরা ভাইরাস বহন করছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়