শিরোনাম
◈ সিলেটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ২ ◈ থাইল্যান্ডের রাজা-রাণীর সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধানবিরোধী নয়, হাইকোর্টের রায় ◈ শিক্ষক নিয়োগ: ১৪ লাখ টাকায় চুক্তি, ঢাবি শিক্ষার্থীসহ গ্রেপ্তার ৫ ◈ বিদ্যুৎ-গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া ঋণ মিলবে না ◈ রোববার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান  ◈ নতুন করে আরও ৭২ ঘণ্টার তাপ প্রবাহের সতর্কতা জারি ◈ উপজেলা নির্বাচন সুষ্ঠু করতে ব্যর্থ হলে গণতান্ত্রিক ধারাবাহিকতা ক্ষুণ্ন হতে পারে: সিইসি ◈ ভারতের রপ্তানি করা খাদ্যদ্রব্যে ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক পেয়েছে ইইউ ◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের স্বাক্ষর

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ১১:০১ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২০, ১১:০১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাঙ্গামাটি শহরে বিয়ে বাড়িতে সন্ত্রাসী হামলায় আহত ৮

রাঙ্গামাটি প্রতিনিধি: [২] শনিবার রাতে শহরের কাপ্তাই লেক পরিবেষ্টিত রিজার্ভবাজারের শরীয়তপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

[৩] জানা গেছে, রোববার নিজ বাড়িতে বিয়ের আয়োজন সম্পন্ন করতে এলাকার বাসিন্দা আবুল কালাম ও রিনা

[৪] বেগমের মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠানের প্রস্তুতি চলছলি। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে হাজির হয়ে বিয়ের বাড়ির লোকজনের ওপর অতর্কিত এলোপাতারি হামলা চালায় একদল চিহ্নিত বখাটে যুবক। এতে ধারালো অস্ত্রের আঘাতে কনের বাবা, মা, ভাই, বোনসহ ৮ জন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতাল নিয়ে যান স্থানীয়রা।

[৫] আহতরা হলেন- আবুল কালাম (৬০), রিনা বেগম (৪৫), জিন্নাত কাউসার (১৯), আজাদ (৩২), রাবিক (২০), তারেক হোসেন(২৫), ওমর ফারুক (৩২) ও মোঃ হাসান (২৫)। বর্তমানে আহত সবাই রাঙ্গামাটি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করা হয়েছে বলে জানান, রাঙ্গামাটি সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক।

[৬] স্থানীয়দের ধারণা মতে, হামলাটি ছিল সম্পূর্ণ পূর্ব পরিকল্পিত। মূলত: পূর্ব শত্রুতার জেরে ঘটনাটি ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক হামলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি করেছেন স্থানীয়রা।
কনের বাবা আবুল কালাম ও মা রিনা বেগম বলেন, ওই সময় মেয়ের গায়ে হলুদের প্রস্তুতি চলছিল। রোববার বিয়ের অনুষ্ঠান কীভাবে সম্পন্ন করা যায়, তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে পরামর্শ হচ্ছিল। ঠিক সেই মুহূর্তে এলাকার বখাটে ছেলে মমিন ও জাহাঙ্গীরের নেতৃত্বে একদল সন্ত্রাসী ধারালো অস্ত্র নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে বিয়ে বাড়ির অর্থ ও স্বর্ণালংকার লুট করে বখাটেরা পালিয়ে গেছে।

[৭] ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে হাজির হয় পুলিশ। ঘটনাটি ন্যাক্কারজনক। আহতদের খোঁজ নিতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। আসামিদের ধরতে তৎপরতা চলছে। কনের পক্ষের লোকজন হাসপাতালে ভর্তি থাকায় তাদের পক্ষে মামলা দিতে দেরি হচ্ছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়