শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ১০:২১ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২০, ১০:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]করোনা পরবর্তী ক্রিকেট, বিদেশ সফরে পরিবার নেয়ায় থাকবে কড়াকড়ি

নিজস্ব প্রতিবেদক : [২] দীর্ঘদিনের বিদেশ সফরের একঘেয়েমিতা কাটাতে পরিবার সঙ্গে নেয়ায় তেমন কোনো বিধি নিষেধ ছিলো না। তবে করোনা মহামারী নতুনভাবে বাঁচতে শেখাচ্ছে। ফলে আসছে বিধি নিষেধ।

[৩] করোনা পরবর্তী সময়ে পরিস্থিতি স্বাভাবিক হলে টাইগারদের বিদেশ সফরে পরিবার সাথে রাখার নিয়মে আসতে যাচ্ছে কড়াকড়ি। জুলাইয়ে পূর্ব নির্ধারিত তিন ম্যাচ টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যাচ্ছে কী না তা এখনো পরিষ্কার না। ক্রিকেটারদের সাথে আলাপ আলোচনা ও পর্যাপ্ত প্রস্তুতির ঘাটতির কারণেই দোটানায় দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

[৪] চূড়ান্ত সিদ্ধান্ত সময়ই বলে দিবে। তবে সফর নিশ্চিত হলেও পরিবার নেয়ার সুযোগ থাকছে না। জাতীয় দৈনিক ‘সমকালকে’ বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান বলেন, শ্রীলঙ্কা সফরের ব্যাপারে এখনও সিদ্ধান্ত হয়নি। বোর্ডে সিদ্ধান্ত নিলে পরবর্তী করণীয় ঠিক করা হবে। তবে মিডিয়ায় যে কথা এসেছে পরিবার সঙ্গে নেয়া, সেটা হবে না।

[৫] ভবিষ্যতে লম্বা সময়ের সফর ব্যতীত পরিবার সাথে নেয়া ইস্যুতে কঠোর অবস্থানে যাচ্ছে বিসিবি। আকরাম খান বলেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও সব বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার সঙ্গে নিতে পারবে না। বিশ্বকাপের সময় একটা বাজে অভিজ্ঞতা হয়েছে আমাদের। এটা নিয়ে আমরা চিন্তা করব এবং বোর্ডে আলাপ করব। লম্বা সিরিজ হলে হয়তো কিছু সময়ের জন্য পরিবার নেয়ার অনুমোদন দেয়া যেতে পারে। দেড় মাসের সফর হলে কিছুদিন পরিবার কাছে রাখতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়