শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]সুস্বাস্থ্য নিশ্চিত করতে আইসিসির পরিবর্তিত নিয়মকে স্বাগত জানালেন মাহমুদউল্লাহ

নিজস্ব প্রতিবেদক : [২] তিন মাস বন্ধ রয়েছে দেশে-বিদেশের ক্রিকেট। তবে করোনার পরবর্তী আবারও ক্রিকেট ফিরছে মাঠে। আগামী মাসে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করছে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ। ইতোমধ্যে ইংল্যান্ডে পৌঁছে কোয়ারেন্টাইনে আছে ক্যারিবীয়রা। এর মধ্যে আইসিসি বেশকিছু নিয়মে পরিবর্তন এনেছে। ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষায় নিয়মগুলোকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাইলেন্ট কিলার খ্যাত অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

[৩] বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলছেন সুস্বাস্থ্য নিশ্চিত করতে এর বিকল্প নেই। আইসিসি (ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল) যে নিয়মের পরিবর্তন এনেছে সেই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

[৪] জাতীয় ইংরেজি দৈনিক নিউ এইজকে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, আমি মনে করি এটাই এখন বাস্তবতা যে আপনি যখন অন্য কোন দেশে খেলতে যাবেন, সেই দেশে আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে। সেটা সবার সুস্বাস্থ্য নিশ্চিত করতেই। আমি মনে করি করোনাকালে আপনার ও আপনার চারপাশের সবাইকে সুস্থ স্বাভাবিক রাখতে এটাই প্রক্রিয়া। আর আইসিসির নিয়মগুলোও আমাদের স্বাস্থ্যের জন্যেই।

[৫] নতুন নিয়মে বলে থুতুু বা লালার ব্যবহারে নিষেধাজ্ঞাসহ মোট ৫টি নিয়মে পরিবর্তন আনার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে আইসিসি। মাহমুদউল্লাহ রিয়াদ মনে করছেন ক্রিকেট খেলার জন্য এসব নিয়মের পরিবর্তন পজিটিভ। এগুলো ছাড়াও আইসিসির যেসব গাইডলাইন আছে সেগুলো মেনে চলতে হবে বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়