শিরোনাম
◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী 

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৯:৫৭ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৯:৫৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডে মৃতের সংখ্যায় ‘গরমিল’, চিলির স্বাস্থ্যমন্ত্রীকে বরখাস্ত

ডেস্ক রিপোর্ট : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত মানুষের সংখ্যা গোপনের অভিযোগ উঠেছে চিলির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিরুদ্ধে। এ অভিযোগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী জেমি মানালিচকে বরখাস্ত করা হয়েছে। চিকিৎসক ও শিক্ষক অস্কার এনরিককে তার স্থলাভিষিক্ত করা হয়েছে। শনিবার (১৩ জুন) দিবাগত মধ্যরাতে আল জাজিরা ও বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। খবরে বলা হয়, চিলির প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা নিজেই জেমিকে অপসারণের খবর ঘোষণা দিয়েছেন।

[৩]পিনেরা বলেন, চিলির নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষার যে ‘কঠিন ও মহান’ দায়িত্ব মানালিচের ওপর অর্পণ করা ছিল, তা পালন করতে তিনি ‘কোনো প্রচেষ্টা’ই দেখাননি। ফলে তাকে এই দায়িত্বে রাখা যাচ্ছে না।

[৪]শনিবার রাতের হিসাবে ল্যাটিন আমেরিকার দেশ চিলিতে এরই মধ্যে ১ লাখ ৬৭ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সরকারি হিসাবে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পেরিয়েছে তিন হাজার একশ। তবে দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখার পদ্ধতি নিয়ে প্রশ্ন রয়েছে।

[৫]বিরোধী দলীয় রাজনীতিবিদ ছাড়াও চিলির স্বাস্থ্য বিশেষজ্ঞরাও অভিযোগ করছেন, যে পদ্ধতিতে চিলির স্বাস্থ্য মন্ত্রণালয় করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাব রাখছে, তা সঠিক নয়। তাছাড়া করোনা সংক্রমণের বিস্তারিত তথ্য প্রকাশ না করা এবং আরও আগে থেকেই দেশটিতে লকডাউন কার্যকর করতে ব্যবস্থা না নেওয়ার অভিযোগও রয়েছে স্বাস্থ্যমন্ত্রী জেমি মানালিচের বিরুদ্ধে।

[৬]এর মধ্যে এক অনুসন্ধানী প্রতিবেদনে বেরিয়ে আসে, চিলিতে সরকারিভাবে করেনায় মৃত্যুর সংখ্যা তিন হাজারের কিছু বেশি বলা হচ্ছে। তবে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক চিঠিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে জানানো হয়েছে, এই সংখ্যা পাঁচ হাজারেরও বেশি। এর সপ্তাহখানেক আগেই দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের হিসাব রাখার পদ্ধতি পাল্টানো হয়। মহামারি বিশেষজ্ঞরা বলছেন, এই পরিবর্তন কোনো কাজের কিছু নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়