শিরোনাম
◈ গাজীপুরে হিটস্ট্রোকে একজনের মৃত্যু  ◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সেই সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও)

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৮:১৫ সকাল
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৮:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আমি একজন অতি আপনজনকে হারালাম : নাঈমুল ইসলাম খান

বাশার নূরু: [২] বষীয়ান রাজনীতিক, আওয়ামী লীগের নাসিম, সাবেক মন্ত্রী নাসিম। আরো অনেক পরিচয় রয়েছে প্রয়াত নাসিমের। তবে তার সবচেয়ে বড় পরিচয় তিনি ছিলেন অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার একজন লড়াকু এবং নির্ভিক সৈনিক। মহান স্বাধীনতা সংগ্রামের একজন বীর যোদ্ধা।

 

[৩] মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং তার রুহের মাগফেরাত কামনা করে একথাগুলো বলেছেন আমাদের নতুন সময় সংবাদপত্র গ্রুপের প্রধান নাঈমুল ইসলাম খান। [৪] তিনি বলেন, মোহাম্মদ নাসিম ছিলেন আমাদের পত্রিকা গ্রুপের অভিবাবক। তার মৃত্যুতে বাংলাদেশ যেমন একজন নিবেদিত প্রাণ রাজনীতিককে হারিয়েছে, আমরাও হারিয়েছি একজন আপনজনকে।

 

[৫] তিনি বলেন, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে নির্মম হত্যাকা-ের শিকার বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর ক্যাপ্টেন মুনসুর আলীর সন্তান হওয়া ছাড়াও নাসিম ছিলেন খুবই জনপ্রিয় নেতা। তিনি পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ১৯৯৬ সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের একই সঙ্গে তিনটি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন তিনি। পরবর্তীতে তিনি স্বাস্থ্য মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। [৬] নাঈমুল ইসলাম খান বলেন, ক্যাপ্টেন মুনসুর আলী যেমন জাতির পিতার প্রশ্নে আপোষ করেননি তেমনিভাবে মোহাম্মদ নাসিমও শেখ হাসিনার প্রশ্নে আপোষ করেননি। পুলিশের নির্যাতন, কারা নির্যাতন সহ্য করেছেন তবুও গণতান্ত্রিক ও জনগণের অধিকার আন্দোলন থেকে পিছু হটেননি নাসিম। তার অবদান জাতির ইতিহাসে চির হয়ে থাকবে। [৭] প্রয়াত নাসিমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান নাঈমুল ইসলাম খান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়