শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ির ছাদকৃষি কাজে ব্যবহৃত টবে ও পাখির খাঁচার পানিতে এডিস মশার লার্ভা ও পিউপারের সন্ধান মিলেছে

শাহীন খন্দকার : [২] শনিবার ২৭ ও ৩৩ নং ওয়ার্ডের কিছু বাড়িতে টবে কৌটাতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া গেছে এবং এ বিষয়ে বাড়ির মালিকদের সতর্ক করা হয়েছে। সেই সাথে ডেঙ্গু নিয়ন্ত্রণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এডিস মশা নিয়ন্ত্রণের বার্তা সম্বলিত লিফলেট বিতরণ করা হয় ও বাড়িওয়ালাদের সতর্ক করা হয়েছে বলে প্রেসবার্তায় জানানো হয়।

[৩] এসময়ে উক্ত মনিটরিং কার্যক্রমে মোট ১৯৭টি বাড়ি পরিদর্শন করা হয় এবং পরিদর্শিত বাড়িগুলোর মধ্যে মোট ৪৬টি বাড়িতে এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি পাওয়া যায় এবং বেশ কিছু বাড়িতে এডিস মশার সম্ভাব্য প্রজনন উৎস পরিলক্ষিত হয়। অভিযান পরিচালনাকালে টিমের নির্বাহী ম্যাজিস্ট্রেট এডিস মশার লার্ভা ও পিউপার উপস্থিতি বাড়িগুলোকে চার লক্ষ উনপঞ্চাশ হাজার টাকা টাকা জরিমানা করেন এবং সম্ভাব্য বাড়িগুলোকে সতর্ক করা হয়।

[৪] ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার, ম্যালেরিয়া ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি, রোগ নিয়ন্ত্রণ শাখার ডা. আফসানা আলমগীর খান জানালেন, স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার ১০টি টিম উক্ত মনিটরিং কার্যক্রমে সিটি কর্পোরেশনের সাথে সরাসরি অংশ গ্রহণ করে কাজ করছে। তিনি বলেন, শনিবার (১৩ জুন) ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের ০১, ০৪, ০৭, ০৮, ১১, ২০, ২১, ২৪, ২৫, ২৭, ৩৩ ও ৩৫ নং ওয়ার্ডে উক্ত কার্যক্রম পরিচালনা করা হয়।

[৫] স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার জাতীয় ম্যালেরিয়া নির্মূল ও এডিসবাহিত রোগ নিয়ন্ত্রণ কর্মসূচি মৌসুম-পূর্ব এডিস সার্ভে চলতি বছর মনিটরিং কার্যক্রম গত (৬ জুন) হতে শুরু করেছে, উক্ত মনিটরিং কার্যক্রম আগামী (১৫ জুন) পর্যন্ত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাথে যৌথভাবে পরিচালিত হবে।

[৬] বিশেষত নির্মাণাধীন ও বহুতল ভবনের চৌবাচ্চা, লিফটের গর্ত, পানির মিটারের গর্ত এবং প্লাস্টিক ড্রামের জমানো পানিতে স্প্রে ম্যানের সহায়তায় কীটনাশক স্প্রে করা হয় এবং বর্জ্য ব্যবস্থাপনা কর্মীদের সহযোগিতায় নির্মূল ও ব্যবস্থাপনার যোগ্য পাত্রসমূহ যেমন দৈয়ের পরিত্যক্ত পাত্র, ফুড কনটেইনার ইত্যাদি নির্মূল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়