শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৩:২৮ রাত
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৩:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিক নান্নুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত, তদন্তের দাবি ক্র্যাবের

সুজন কৈরী : [২] শুক্রবার ভোর রাত সাড়ে ৩ টার দিকে রাজধানীর আফতাবনগরের জহিরুল ইসলাম সিটির ৩ নম্বর রোডের বি ব্লকের পিচ তাজমহল, ৪৪/৪৬ নম্বর বাড়ির দশ তলার নিজ ফ্ল্যাটে আগুনে পুড়ে মারাত্মকভাবে দগ্ধ হন নান্নু। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে যায়।  শনিবার সকাল ৮টা ২০ মিনিটে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান সাংবাদিক নান্নু। ৫ মাস আগে ২ জানুয়ারি ভোরে ফ্ল্যাটটির একই কক্ষে আগুন লেগে দগ্ধ হয়ে মারা যান নান্নুর একমাত্র ছেলে স্বপ্নিল আহমেদ পিয়াস।

[৩] নান্নুর মৃত্যুতে তার সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। শোক প্রকাশ করা হয়েছে বিভিন্ন মহল থেকেও।

[৪] শনিবার সকালে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে এক হৃদয় বিদারক দৃশ্য চোখে পড়ে। নান্নুর স্ত্রী শাহীনা হোসেন পল্লবী অধিক শোকে কখনও নিরব থাকছেন, আবার কখনও বিলাপ করছেন। স্বজনদের চোখের জলে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠছিল।

[৫] কান্না করতে করতে পল্লবী বলেন, বাড়ি নির্মাণে পিস ডেভলাপার কোম্পানীর ত্রুটির কারণে আমি আমার স্বামী সন্তান দুইজনকেই হারালাম। এখন আমি কী নিয়ে বাঁচবো? তিনি অভিযোগ করেন, বাসায় গ্যাসের লাইনে লিকেজ ছিল। মাঝেমধ্যে লোক এনে লাইন মেরামত করা হলেও পুরোপুরি ঠিক হয়নি। গ্যাসের লিকেজই অগ্নিকান্ডের মূল কারণ। তিনি বলেন, প্রথমবার ( সন্তান মারা যাওয়ার পর) পিস ডেভলাপার কোম্পানীকে ক্ষমা করেছি। এবার আর ক্ষমা করবো না।

[৬] গত ২ জানুয়ারি আগুনে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটের মেরামত করে ভবন নির্মাণকারী প্রতিষ্ঠান পিস ডেভেল্পমেন্ট। মেরামত শেষ হওয়ার পর গত ৩১ মে স্ত্রী শাহীনা হোসেন পল্লবী ও শ্বাশুড়িকে নিয়ে আবার এক হাজার ৯১০ বর্গফুটের ওই ফ্ল্যাটে ওঠেন নান্নু।

[৭] ভবনটির ব্যবস্থাপক মনসুর আলম জানান, শুক্রবার ভোর ৩টা ৫০ মিনিটের দিকে পরপর তিনটি বিকট শব্দে তার ঘুম ভাঙে। বাইরের রাস্তায় লোকজন আগুন আগুন বলে চিৎকার করছিল। তিনি ভবনের ফায়ার এলার্ম বাজান। ওপরে উঠে দেখেন নান্নুকে লোকজন ধরে নিচে নামাচ্ছে। তিনি তখন পানি দিয়ে আগুন নেভানোর শুরু করেন। আগুন কিছুক্ষণের মধ্যেই নিভে যায়। কক্ষটিতে একটি খাট, এসি, টেলিভিশন ও ছোট সোফা ছিল। সব পুড়ে ছাই হয়ে গেছে। তিনি বলেন, কারও ফ্ল্যাটে কোনো সমস্যা হলে এর দেখভাল সব সময় তিনিই করেন। মোয়াজ্জেমের ফ্ল্যাটের গ্যাসলাইনের রাইজারে একটি সমস্যা ছিল। গত ৩১ মে তারা যখন বাসায় ওঠেন, তখনই রাইজারটি পরিবর্তন করে দেয়া হয়। এরপর গ্যাসের কোনো সমস্যার কথা নাননু বা তার স্ত্রী তাকে জানাননি।

[৮] বাড্ডা থানার ওসি মো. পারভেজ ইসলাম জানান, ঘটনাস্থল তিনি পরিদর্শন করেছেন। আশপাশের ফ্ল্যাটের লোকজন জানিয়েছেন, রাতে স্বামী-স্ত্রীর তুমুল ঝগড়ার শব্দ তারা পেয়েছেন। এরপরই আগুনের ঘটনা ঘটেছে। আগুনের উৎপত্তি কোথা থেকে, সেটি খতিয়ে দেখতে হবে। গত ২ জানুয়ারি ওই ফ্ল্যাটে অগ্নিকান্ডের ঘটনার তদন্ত রিপোর্ট ফায়ার সার্ভিস পুলিশকে দেয়নি।

[৯] নান্নুর ভাই বাবলু হোসেন বলেন, তাদের এ ব্যাপারে কোনো অভিযোগ নেই। আমরা মনে করছি, দুর্ঘটনায় আমাদের ভাই মারা গেছে।

[১০] সাংবাদিক নান্নুর মৃত্যুর তার লাশ আফতাবনগরে নিজ বাসার সামনে আনা হয়। সেখানে প্রথম জানাযা অনুষ্ঠিত হয়। এরপর শাহীনা হোসেন পল্লবীর গ্রামের বাড়ি যশোরের বাঘারপাড়ায় তার লাশ নিয়ে যাওয়া হবে। সেখানে দ্বিতীয় জানাযা শেষে ছেলে স্বপ্নীলের পাশে তাকে দাফনের কথা রয়েছে। এ ঘটনায় নাননুর স্ত্রী বাড্ডা থানায় একটি অভিযোগ করেছেন।

[১১] সাংবাদিক নান্নুর মৃত্যুর ঘটনাটি পরিকল্পিত বলে দাবি করে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের বলেন, ওই বাসার লাইনে সমস্যা রয়েছে। একই বাসায় একই রুমে একই ধরনের ঘটনায় পরপর ছেলে মারা গেল, বাবাও মারা গেল। আমি এটিকে দুর্ঘটনা বলবো না, এটি একটি হত্যাকান্ড, এবং পরিকল্পিত হত্যাকান্ড বলবো। প্রথম দুর্ঘটনার পরও ঘটনার কারণ জানতে ভবন মালিক ও ভ‚মি মালিক কোনো ব্যবস্থা নেয়নি। ফায়ার সার্ভিসও ঘটনাস্থলে গিয়েছিল। তারাও রিপোর্ট দেয়নি। ভবন মালিক হোক আর যাদের দোষেই হোক তাদের ভুল, ত্রুটি ও অবহেলার কারণেই নান্নু ও তার ছেলেকে জীবন দিতে হয়েছে। এজন্য এটি একটি হত্যাকান্ড বলবো। কর্তৃপক্ষকে তদন্তের আহবান জানাই।

[১২] সাংবাদিক নান্নুর মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন গভীর শোক প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের, জাতীয় পার্টি মহাসচিব ও বিরোধী দলীয় চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা, পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বিকু প্রমূখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়