শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০৩:২৩ রাত
আপডেট : ১৪ জুন, ২০২০, ০৩:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কলাপাড়ায় দুই বালু ব্যবসায়ী ও পাঁচ ট্রলার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: [২] পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় বালু বহনকারী ট্রলারের বৈধ কাগজপত্র না থাকায় ৫ ট্রলার মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়। শনিবার (১৩ জুন) দুপুরে রাবনাবাদ চ্যানেলের পশরবুনিয়া, পক্ষিয়া ও পাটুয়া পয়েন্টে অভিযান চালিয়ে এসব ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।

[৩] ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী জাফর জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালু ব্যবসায়ী নুরুল ইসলামকে ১ লাখ টাকা এবং শহিদকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া বৈধ কোন কাগজপত্র না থাকায় বালু বহনকারী ট্রলারের মালিক শাহাদতকে ২০ হাজার টাকা, আব্বাছকে ২০ হাজার টাকা, হাবিবকে ২০ হাজার টাকা, মহিউদ্দিন মুন্সীকে ২০ হাজার টাকা এবং সবুজকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

[৪] ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক জানান, অভিযান চালিয়ে দুই বালু ব্যবসায়ীকে দুই লাখ এবং ৫ ট্রলার মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অবৈধ বালু ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়