শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ০১:১৮ রাত
আপডেট : ১৪ জুন, ২০২০, ০১:১৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাদারীপুরে ২৪ ঘণ্টায় শিবচরের ইউএনও’সহ করোনায় শনাক্ত ৫৭

মাদারীপুর প্রতিনিধি: [২] মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় শনিবার জেলার করোনাভাইরাস প্রতিরোধে দেশের প্রথম লকডাউনকৃত শিবচর উপজেলা, শিবচর উপজেলার নির্বাহী কর্মকর্তাসহ নতুন করে আরো ৫৭ জন করোনা ভাইরাস আক্রান্ত শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় ১ জন, রাজৈর ২৩, শিবচর ১৭ এবং কালকিনি ১৬ জন। এ রিপোর্ট লেখা পর্যন্ত জেলায় করোনা ভাইরাস আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়ালো ৩৫০ জন।

[৩] শিবচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শশাঙ্ক চন্দ্র ঘোস জানান, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সুমন, পাচ্চর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হাওলাদার, হাইওয়ে পুলিশের ৯ সদস্য, আমার গাড়ি চালকসহ ১৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে শিবচরের ৬৫ জন করোনায় সংক্রমিত হলো। আমিও হোম কোয়ারেন্টাইনে যাচ্ছি।

[৪] শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান সুমন জানান, আমার কোন করোনা উপসর্গ নেই। আমি সুস্থ আছি। বাসায় করোনা চিকিৎসা গ্রহণ করছি।

[৫] মাদারীপুর স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জেলায় মোট করোনাভাইরাসে আক্রান্ত শনাক্তের সংখ্যা ৩৫০ জন। এর মধ্যে সদর উপজেলায় ৯৭ জন, শিবচর উপজেলায় ৬৪ জন, রাজৈর উপজেলায় ১১৩ জন এবং কালকিনি উপজেলায় ৭৬ জন। মাদারীপুরে সুস্থ হয়েছেন ১০৫ জন। চিকিৎসাধীন রয়েছেন ১৬২ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেওয়া প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়