শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ১২:৫৯ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২০, ১২:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ নিয়ে সরকারি পদক্ষেপে জনগণের অসন্তোষ, নেপালে ব্যাপক বিক্ষোভ

ইমরুল শাহেদ : [২] বিক্ষোভ থেকে নেপালের পুলিশ সাতজন বিদেশিসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে। কর্মকর্তারা বলেছেন, সরকার করোনাভাইরাস সংকট মোকাবিলায় যেভাবে কাজ করছে তার প্রতিবাদ জানাতে শনিবার কাঠমুন্ডুতে বিক্ষোভকারীরা সমবেত হয়। টাইমস অব ইন্ডিয়া, কাঠমুন্ডু পোস্ট

[৩] নেপালে করোনাভাইরাসে আক্রান্ত দ্বিতীয় ব্যক্তি শনাক্ত হওয়ার পরপরই দেশটিকে পুরোপুরি লকডাউন করে দেওয়া হয়। বর্তমানে সেখানে শনাক্তের সংখ্যা পাঁচ হাজার ৬২ জন এবং মারা গেছে ১৬ জন। প্রাদুর্ভাব ঠেকিয়ে রাখার জন্য সরকার যা করছে তা যথেষ্ট নয় বলে মনে করেন নেপালিরা।

[৪] পুলিশ কর্মকর্তারা বলেছেন, বিক্ষোভের তৃতীয় দিনে কাঠমুন্ডুতে সমবেত হয়েছে এক হাজার মানুষ। মঙ্গলবার এই বিক্ষোভ শুরু হয় ১৫০ জনকে দিয়ে।

[৫] পুলিশ কর্মকর্তা বসন্ত লামা বলেন, নেপালের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের জন্য সাত বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে।

[৬] সপ্তাহের শুরুর দিকে প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার জন্য পুলিশ লাঠি চার্জ, জল কামান এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে। শনিবার এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

[৭] কোয়ারেন্টাইনের জন্য আরো সুযোগ-সুবিধা, আরো বেশি পরীক্ষা এবং সংকট মোকাবিলায় চিকিৎসা সামগ্রি ক্রয়ের স্বচ্ছতা দাবি করেছেন বিক্ষোভকারীরা।

[৮] রমেশ প্রধান নামে একজন বিক্ষোভকারী বলেন, ‘কোয়ারেন্টাইনে পানি সংকট, স্যানিটেশনের অভাব এবং নিরাপত্তা নেই।’

[৯] নেপাল সরকার বলেছে, কোভিড-১৯ মোকাবেলায় ৮৯ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। কোভিড-১৯ পরীক্ষা করা হয়েছে তিন লাখ ১০ হাজার লোকের এবং কোয়ারেন্টাইনে রয়েছে এক লাখ ১৮ হাজার। কিন্তু বিক্ষোভকারীরা বলতে চাইছেন ৩০ মিলিয়ন মানুষের দেশে এটা যথেষ্ট নয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়