শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৪ জুন, ২০২০, ১২:২৮ দুপুর
আপডেট : ১৪ জুন, ২০২০, ১২:২৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সুনামগঞ্জে কার্যকর হয়নি সুপ্রিম কোর্টের রায়, ৮ মাসে ২৪ কোটি টাকা চাঁদাবাজী

আল-হেলাল,সুনামগঞ্জ: [২] সুনামগঞ্জ জেলার সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার ধোপাজান বালিমিশ্রিত পাথর মহালে, সুপ্রিম কোর্টের আপীল বিভাগের সিভিল পিটিশন ফর লীভ টু আপীল ২৬৭২/২০১৯ নং মামলার ৩১/১০/২০১৯ তারিখের রায় এখনও কার্যকর হয়নি। অথচ এ রায়ের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য, গত ১০ ডিসেম্বর, ২১৩৪ (২) নং স্মারকে সুনামগঞ্জ জেলা প্রশাসক মোঃ আব্দুল আহাদ, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক, জেলা পুলিশ সুপার,সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) ও দুই থানার অফিসার ইনচার্জকে আদেশ দেন। কিন্তু উচ্চ আদালতের রায় ও জেলা প্রশাসকের আদেশ এখন পর্যন্ত কার্যকর না হওয়ায় মহালটিতে চলছে অবৈধ ইজারাদার আজাদ হোসেন ও তার ৯জন ভাগীদারের বেপরোয়া চাঁদাবাজী।

[৩] জানা যায়, সাবেক ইজারাদার আজাদ হোসেনের বিরুদ্ধে ব্যবসায়ী জাকির হোসেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সিভিল পিটিশন ফর লীভ টু আপীল ২৬৭২/২০১৯ নং মামলা দায়ের করেন। উক্ত আপীল মামলায় বিজ্ঞ বিচারপতিগনের রায়ে আজাদ হোসেনের রীট পিটিশনের রায় বাতিল ও তার ইজারামূল্য বাজেয়াপ্ত করা হয়।

[৪] বালি পাথর ব্যবসায়ীরা জানান, সুপ্রীমকোর্টের রায় ও জেলা প্রশাসকের নির্দেশ লঙ্ঘনক্রমে ধোপাজান বালু মিশ্রিত পাথর মহালে অবৈধ ইজারাদার আজাদ হোসেন ও তার ভাগীদাররা প্রতিদিন বালি পাথর ব্যবসায়ীদের কার্গো বলগেড ও ইঞ্জিন নৌকা আটক করে কমপক্ষে ১০ লাখ টাকা অবৈধ চাঁদা আদায় করেন। প্রতিমাসে ৩ কোটি টাকা হিসেবে গত ৮ মাসে ২৪ কোটি টাকা চাঁদা আদায় করেছেন তারা। বর্তমানেও মহালটিতে চলছে তাদের চাঁদাবাজী।

[৫] অভিযোগের ব্যাপারে সাবেক ইজারাদার আজাদ হোসেন বলেন,খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (ভিএমডি) আমাদের কাছ থেকে ২ বছরের ইজারামূল্য নিয়েছে। তাই আমরা এখনও বহাল তবিয়তে থেকে রয়েলিটি আদায় করে যাচ্ছি।

[৬] সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা বলেন, ধোপাজান কোয়ারীতে বর্তমানে কোন বৈধ ইজারাদার নেই। আমরা এই নদী হতে বালি পাথর উত্তোলন বন্ধ ঘোষণার পাশাপাশি অবৈধ বালু পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত রেখেছি।

সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়