শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ১১:০৩ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২০, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সন্তানের অধিকার নিশ্চিত করেই হোয়াইট হাউসে যান মেলানিয়া

রাশিদ রিয়াজ : [২] নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ২০১৭ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্প ওঠেন। কিন্তু তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প ওই বছর জুন মাসের আগ পর্যন্ত হোয়াইট হাউসে যাননি। ওয়াশিংটন পোস্টের রিপোর্টার ম্যারি জর্ডানের নতুন বই ‘দি আর্ট অব হার ডিল: দি আনটোল্ড স্টোরি অব মেলানিয়া ট্রাম্প’এ ওই বিলম্বের কারণ তুলে ধরেছেন। স্পুটনিক/মিরর

[৩] মেলানিয়া চেয়েছিলেন ট্রাম্পের সঙ্গে তার বৈবাহিক অবস্থার একটি বিহিত করতে এবং তার ১০ বছরের সন্তান ব্যারনকে প্রেসিডেন্টের অন্যান্য সন্তানের মতই অধিকার নিশ্চিত করার জন্যে চাপ দেন। প্রেসিডেন্ট ট্রাম্প মেলানিয়ার চাপে নতি স্বীকার না করা পর্যন্ত হোয়াইট হাউসে পা রাখেননি ফার্স্টলেডি।

[৪] বইটিতে ফার্স্টলেডি সম্পর্কে শতাধিক ব্যক্তির বক্তব্য রয়েছে। ২০১৭ সালের ১১ জুন মেলানিয়া হোয়াইট হাউসে ওঠেন। এবং টুইট করেন, ‘ লুকিং ফরোয়ার্ড টু দি মেমোরিজ উই উইল মেক ইন আওয়ার নিউ হোম#মুভিংডে। অর্থাৎ নতুন বাড়িতে স্মৃতি রোমন্থনের প্রত্যাশার কথা জানান ফার্স্টলেডি।

[৫] মেলানিয়ার আসল বৈবাহিক চুক্তিটি আর্থিকভাবে পাকাপোক্ত ছিল না। বইটিতে বলা হয়েছে তিনি ট্রাম্পের সঙ্গে যে পরিমান সময় কাটিয়েছেন এবং তাকে ‘শান্ত’ করার দক্ষতার কারণে মেলানিয়া তার ইচ্ছা পূরণে চুক্তিটি সংশোধনের পরই হোয়াইট হাউসে যান। তবে যতটা মনে হয় তারচেয়েও অধিক ট্রাম্পকে পছন্দ করেন মেলানিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়