শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ১৩ জুন, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চার মাসের সন্তানকে রেখে কোভিড-১৯ রোগীর পাশে, প্রশংসিত চিকিৎসক

নিউজ ডেস্ক : ডা. মাহমুদা সুলতানা আফরোজা। মেডিকেল অফিসার হিসেবে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগে কর্মরত। চার মাস সাতদিন বয়সী একটি ফুটফুটে ছেলে আছে তার। ছেলেকে পর্যাপ্ত সময় দিতে মাতৃকালীন ছুটিতে আছেন এ চিকিৎসক।

২০১৬ সালে এমবিবিএস পাস করে ২০১৮ সালের ২৩ ডিসেম্বর মা ও শিশু হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন ডা. মাহমুদা সুলতানা আফরোজা। জানা গেছে, এ বছরের ৫ ফেব্রুয়ারি পৃথিবীতে আসে তার ছেলে। সেই থেকে ছুটিতে আছেন তিনি।

মা হিসেবে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছেন আগেই। এবার কোভিড-১৯ যোদ্ধা হিসেবেও নিজের যোগ্যতার প্রমাণ দিলেন ডা. মাহমুদা। দেশের বর্তমান পরিস্থিতিতে কোভিড-১৯ এ সংক্রমিত রোগীদের চিকিৎসা দিতে নিজের মাতৃত্বকালীন ছুটি বাতিল চেয়ে হাসপাতালের পরিচালকের কাছে আবেদন করেছেন তিনি।

ডা. মাহমুদা সুলতানা আফরোজা বলেন, মহামারির এই সময়ে ঘরে বসে থাকা একজন চিকিৎসকের কাজ নয়। যারা চিকিৎসা নিতে আসেন তারাও কারো মা, কারো সন্তান। এটি সবসময় মাথায় রেখে রোগীর সেবা করি। আমি চাই না বিনা চিকিৎসায় একটি প্রাণ ঝরে পড়ুক, এতে নিজের মধ্যে অপরাধবোধ কাজ করে।

তিনি আরো বলেন, অনেক চিকিৎসক কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসকের সংকট রয়েছে। যারা সুস্থ রয়েছেন তারাও যদি গা ছেড়ে দেন, তাহলে রোগীরা যাবে কোথায়? তাই আমি নিজেই মাতৃত্বকালীন ছুটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি। কর্তৃপক্ষের কাছে আবেদন করেছি। আবেদন মঞ্জুর হলে কোভিড-১৯ ওয়ার্ডে যোগদান করবো।

মা ও শিশু হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির ট্রেজারার রেজাউল করিম আজাদ বলেন, ডা. মাহমুদা সুলতানা আফরোজা মাতৃত্বকালীন ছুটি বাতিলের আবেদন করে উদার মনের পরিচয় দিয়েছেন। আমরা তার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। চিকিৎসক হিসেবে এমন মানবিকতা সবার মাঝে থাকা প্রয়োজন। সূত্র : ডেইলি বাংলাদেশ

  • সর্বশেষ
  • জনপ্রিয়