শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০১:২৫ রাত
আপডেট : ১৩ জুন, ২০২০, ০১:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যে শর্তে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয়েছে, তা নৈতিকতা পরিপন্থী : ড. মোহাম্মদ আবদুল মজিদ

ভূঁইয়া আশিক : [২] এনবিআরের সাবেক চেয়ারম্যান বলেন, অপ্রদর্শিত টাকা (বৈধ আয়), কালো টাকা (অবৈধ আয়) অর্থনীতিতে ফিরিয়ে আনার ব্যাপারে সরকার যে শর্ত দিয়েছে সেখানে নৈতিকতার প্রশ্নটি বিশেষভাবে বিবেচ্য। বৈধভাবে উপার্জিত করদাতাদের চেয়ে কালো টাকার মালিকদের কর কোনোভাবেই কম হওয়া যাবে না। তাহলে কালো টাকা বা অপ্রদর্শিত টাকার মালিকেরা উৎসাহিত হবে, বৈধ আয়ের করদাতারা নিরুৎসাহিত হবেন।

[৩] এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, অর্থনীতিতে কালো টাকা বা অপ্রদর্শিত টাকা আসতে হবে, এর প্রয়োজন আছে। যাদের কাছে কালো টাকা বা অপ্রদর্শিত টাকা রয়েছে তাদের এবং সরকারের স্বার্থেই এটা দরকার। কেননা সরকারকে অর্থনীতি পরিচালনা করতে হয়। একইসঙ্গে করোনার কারণে অসহায় হয়ে পড়া মানুষদের টাকা দিতে হয়। অর্থনীতি সচল রাখার জন্য ভর্তুকিও দিতে হয়। সরকার এতো টাকা পাবে কোথায়? হয়তো কিছুটা ব্যাংক থেকে ঋণ করে, কিছুটা সুদের হার কমিয়ে দিচ্ছে।
[৪] বহু লোক অর্থনীতিতে একটা বৈষম্য সৃষ্টি করে বসে আছে। অনেক টাকা বিদেশে পাঠিয়ে দিয়েছে। কিছু টাকা হয়তো দেশেও রেখেছে। ব্যাংক থেকে ঋণ নেওয়া টাকা পর্যন্ত দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে! [৫] যার কাছে যে পরিমাণ টাকা আছে, তিনি অনিয়ম বা অবৈধভাবে আয় করুক, ওই টাকা দিয়ে তাকে বেসরকারি খাতে বিনিয়োগ গড়ে তুলতে হবে। এতে অর্থনীতি সচল হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়