শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০৩:৪৫ রাত
আপডেট : ১৩ জুন, ২০২০, ০৩:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ক্যান্সার গবেষণা কোভিড-১৯ ভ্যাকসিন আবিষ্কার দ্রুততর করেছে : গবেষক ডা. আরমান

শিমুল মাহমুদ : [২] তিনি আশাবাদী বাংলাদেশে এই বছরের শেষ নাগাদ ভ্যাকসিনটি ব্যবহারের জন্যে পেয়ে যাবে

[৩] ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার ভ্যাকসিন আগামী আগস্ট থেকেই বাজারে আসতে পারে। সম্প্রতি অক্সফোর্ডের সেন্টার ফর পারসোনালাইজড মেডিসিনের প্রফেসর অ্যাড্রিয়ান হিল এ আশাবাদের কথা জানিয়েছেন। ভ্যাকসিনটি ব্যবহার করা যাবে ইনহেলারের মাধ্যমে।

[৪] এ বিষয়ে চিকিৎসক বিজ্ঞানী আয়ারল্যান্ড প্রবাসী ডা. আরমান রহমান বলেন, ব্রিটেনের এ ভ্যাকসিন কখন আমাদের হাতে আসবে সেটা নির্ভর করবে ভ্যাক্সিনের ট্রায়াল কোথায় হচ্ছে তার উপর, এমন জায়গায় ট্রায়াল করতে হবে যেখানে রোগী সংখ্যা প্রচুর। কিন্তু ব্রিটেনে হঠাৎ করে করোনা রোগী কমে গেছে, যুক্তরাষ্ট্রেও কমতির দিকে। এজন্য তারা ভ্যাকসিন ট্রায়ালের জন্যে সবাই মিলে যাচ্ছে ব্রাজিলে।

[৫] প্রবাসী এ চিকিৎসক বলেন, ভ্যাক্সিন তৈরী করতে আগে সময় লাগতো ১০ বছর। বর্তমানে পুরো প্রক্রিয়াটা হচ্ছে কয়েক মাসের মধ্যে, এটা যুগান্তকারী। এই ভ্যাকসিন তৈরীর পদ্ধতি নতুন, আগে তৈরী ভ্যাক্সিনের থেকে আলাদা, তাই এই ভ্যাকসিনটা সবাইকে দেওয়া যাবে, গর্ভবতী মহিলা বা বয়স্কদের ক্ষেত্রে সমস্যা হবে না।

[৬] তিনি বলেন, প্রথমত ভ্যাকসিন তৈরিতে দেশ গুলো অসাধারণ সহযোগিতায় কাজ করছে। অর্থের জন্য কোনো বেগ পেতে হয়নি। এছাড়া পদ্ধতিগত পার্থক্য থাকায় এই ভ্যাক্সিন বেশি সংখ্যায় তৈরী করতে বেশি সময় লাগে না। যথেষ্ট সংখ্যক রোগীর জন্যে অপেক্ষা করতে হয়নি। তাই অবিশ্বাস্য দ্রুত গতিতে ভ্যাকসিন তৈরির কাজ এগোচ্ছে।

[৭] ডা. আরমান রহমান বলেন, মুলত ক্যান্সারের গবেষনা থেকেই করোনার ভ্যাকসিন আবিষ্কারের ধারণাটা নেয়া হয়েছে। ক্যান্সারের ভ্যাক্সিনের গবেষণার জন্যে যেই ধরণের ডি এন এ /আর এন এ ভ্যাক্সিন তৈরী করা হয়েছিল, করোনা ভ্যাকসিনগুলিও মূলত একই ধরণের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়