শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ ফরিদপুরে সড়ক দুর্ঘটনা, সাত সদস্যের তদন্ত কমিটি গঠন ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল ◈ বাংলাদেশের রাজনীতির অবনতি দুঃখজনক: পিটার হাস ◈ সয়াবিন তেলের দাম লিটারে বাড়লো ১০ টাকা  ◈ নির্বাচনি ইশতেহারের আলোকে প্রণীত কর্মপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আহবান শিল্পমন্ত্রীর  ◈ প্রচণ্ড গরম থেকেই ঘটতে পারে মানবদেহের নানা রকম স্বাস্থ্য ঝুঁকি ◈ অবশেষে রাজধানীতে স্বস্তির বৃষ্টি  ◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১৫ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০৬:৫০ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২০, ০৬:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ছাতকে ভয়াবহ সংঘর্ষ, গুলিতে আহত ৪০

ডেস্ক রিপোর্ট : [২] সুনামগঞ্জের ছাতকের ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী কুঞ্জনপুর গ্রামে দুই পক্ষের মধ্যে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৪০ ব্যক্তি। শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

[৩] স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের শাহবাজ মিয়া মেম্বার ও আজিজুর রহমান পক্ষদ্বয়ের মধ্যে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষই দেশীয় ও আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে।

[৪] শাহবাজ মেম্বারের পক্ষে জাহেদ, সাবের, জাহির মিয়া, আনর আলী, রাকিব আলীসহ ২০ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়। আজিজুর রহমানের পক্ষের আফিজ আলী, নুরুল আমীন, আব্দুর রাজ্জাক, মিটু, নুরুল, কয়েছসহ ২০ জন হওয়ার দাবি করা হয়।

[৫] সংঘর্ষের সময় জাহিদপুর ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় একাধিক লোক জানিয়েছেন, সংঘর্ষে উভয়পক্ষের ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন।

[৬] জাহিদপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ দিদার আহমদ জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত। গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। গোলাগুলির বিষয়টি উভয়পক্ষের লোকজন অবহিত করেছেন। গ্রামে ৬টি লাইসেন্স করা আগ্নেয়াস্ত্র রয়েছে। তাৎক্ষণিকভাবে এগুলো চেক করে ব্যবহারের কোনো আলামত পাওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

[৭] ছাতক থানার ওসি মোস্তফা কামাল সংঘর্ষের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমরা এখন পর্যন্ত ১২/১৪ জন আহত হওয়ার খবর পেয়েছি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি।’

বাংলাদেশ জার্নাল, প্রিয়ডটকম

  • সর্বশেষ
  • জনপ্রিয়