শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০৬:৩৬ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২০, ০৬:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আনিসুল হক : কলম শব্দটা এসেছে কালাম থেকে, কলম দিয়ে আমি যেন মানুষের উপকার করি

আনিসুল হক : উপকার করার ক্ষমতাই ক্ষমতা। ক্ষতি করার ক্ষমতা ক্ষমতাই নয়। ক্ষতি যে কেউ যেকোনো কারোর করতে পারে। রাস্তায় পেরেক, আলপিন ফেলে রাখলে টায়ার ফেটে যাবে। সেই যে ইংল্যান্ডে এক সাদা লোক কালো ট্যাক্সি ড্রাইভারকে থুতু মেরে বলেছিল, আমার কোভিড, যা, তোরও হোক, সেই ট্যাক্সি ড্রাইভার কোভিডে মারা গেছে। মানে থুতু দিয়েও মানুষ মেরে ফেলা যায়। কিন্তু একজন মানুষকে বাঁচাতে কতো কাঠ-খড় পোহাতে হয়। বুয়েটের ছাত্র আতিকুল হক হৃদয়ের ক্যান্সার হয়েছিল, আমরা তার জন্য টাকা চেয়ে প্রচারণা চালিয়েছিলাম, প্রথম আলোয় আমি লিখেছিলাম, কোটি টাকার তহবিল উঠেছিল, হৃদয় সিংগাপুরে চিকিৎসা নিয়ে বেঁচেও গিয়েছিল, তখন মনে হতাে, একটা মানুষকে বাঁচানোর জন্য কত কী লাগে।

 

অথচ পৃথবীটাকে ধ্বংস করতে মানুষ কতো আয়োজন করেছে, কতো অ্যাটম বোমা বানিয়ে রেখেছে, কতো ক্ষেপণাস্ত্র তৈরি করে রেখেছে। পানির নিচে সাবমেরিনে কতোজন বছরের পর বছর থাকছে। আর সামান্য ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার মতো পুঁজি, অস্ত্র, প্রস্তুতি মানুষের নাই। ক্ষমতাবানদের বলি, রাষ্ট্রীয় ক্ষমতা, সরকারি ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, সামাজিক ক্ষমতা, লেখার ক্ষমতা, আঁকার ক্ষমতা, প্রভাবিত করার ক্ষমতা যাদের আছে, তাদের সকলকে বলি, মানুষের উপকার করে দেখান, আপনি ক্ষমতাবান। আমি এখন পড়ছি তলস্তয়ের ‘পুনরুজ্জীবন’। তলস্তয় বলছেন, এই যে মানুষ বিচার করে, যারা বিচার করে, তারা নিজেরাই তো কত অপরাধ করছে। যারা জেলে পুরছে মানুষকে, তারা কি নিজেরা একটা অন্যায়-ভিত্তিক সমাজকে জিইয়ে রাখেনি? জেলখানার ভেতরে-বাইরেও কত অন্যায়। বিচারালয়ের ভেতরে-বাইরে কতো অন্যায়। মানুষ কী করে অন্য মানুষের বিচার করে।

 

পারলে মানুষের পথ থেকে একটা কাঁটা দূর করুন। একটা মুখে হাসি ফোটান। মেরে-ধরে-জেলে পুরে ক্ষমতা দেখাবেন না। ওটা ক্ষমতাই নয়। রবীন্দ্রনাথ বলেছেন, রাজা সবারে দেন মান, সে মান আপনি ফিরে পান। সবাইকে সম্মান দিন। সম্মান ফিরে পাবেন। আমি আমার নিজেকে বলি, কলম শব্দটা এসেছে কালাম থেকে। কলম দিয়ে আমি যেন মানুষের উপকার করি। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়