শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০৫:২৫ সকাল
আপডেট : ১৩ জুন, ২০২০, ০৫:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মির্জাগঞ্জে পুলিশ সদস্যসহ নতুন আক্রান্ত -৩

মির্জাগঞ্জ(পটুয়াখালী)প্রতিনিধি : [২] পটুয়াখালীর মির্জাগঞ্জে পুলিশ সদস্যসহ নতুন করে আরো ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তরা হলো উপজেলার কাঠালতলী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (৫৫),সুবিদখালী গ্রামের সোবাহান মৃধার ছেলে( ৫০) ও ঝাটিবুনিয়া গ্রামের হারুন সিকদারের স্ত্রী( ৫৫)। এ নিয়ে মোটা আক্রান্তের সংখ্যা ৭, মৃত ১জন। পূর্বের আক্রান্তরা হলো- উপজেলার কাঠালতলী গ্রামের ১জন,গাবুয়া গ্রামের ১ জন ও কিসপুর গ্রামের ২জন। এদের মধ্য কিসমতপুর গ্রামের মজিবুর রহমান গত ৪ জুন উপসর্গ নিয়ে মারা যায়।

[৩] শুক্রবার (১২জুন) রাতে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ দিলরুবা ইয়াসমিন লিজা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন,গত ৪ ও ১০ জুন আক্রান্তদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। আজকে রিপোর্টে নতুন করে তাদের তিনজনের করো পজিটিভ আসে।পুলিশ সদস্য বরিশাল বিভাগীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন আছে । বাকি দুজনের কোন উপসর্গ না থাকায় বাড়িতে থেকেই চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। তাদের সংস্পর্শে থাকা লোকজনের নমুনা সংগ্রহ করা হবে।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানাযায়,এখন পর্যন্ত উপজেলার ৬ টি ইউনিয়নের মোট ২৭৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। ২৬৭ জনের রিপোর্ট পাওয়া গেছে।৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে ২জন সুস্থ হয়েছে এবং পুনরায় নমুনা পাঠালেন রিপোর্ট নেগেটিভ এসেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সরোয়ার বলেন, নতুন আক্রান্তদের বাড়ি লকডাউন করা হবে।তাদের যথাযথ নিরাপত্তার ব্যবস্থা গ্রহন করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়