শিরোনাম

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ১৩ জুন, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিডের ধাক্কা কাটিয়ে কাজে ফিরছেন আনসার সদস্যরা, সুস্থতার হার ৬৪ শতাংশ

সুজন কৈরী : [২] শুক্রবার বিকেল পর্যন্ত পর্যন্ত কোভিড-১৯ এ শনাক্ত হয়েছেন ৪৩৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭৯ জন। মারা গেছেন ২ জন।

[৩] আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক (যোগাযোগ) মেহেনাজ তাবাস্সুম রেবিন জানান, বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সার্বক্ষণিক চিকিৎসা কার্যক্রম মনিটরিং করছেন।

[৪] সুস্থদের মধ্যে ২ জন উর্ধ্বতন কর্মকর্তা, ৮৩ জন ব্যাটালিয়ন আনসার, ১৮৮ জন সাধারণ আনসার, ২জন কর্মচারী, ২জন নারী আনসার, একজন ভিডিপি সদস্য এবং একজন উপজেলা আনসার কোম্পনী কমান্ডার। করোনাযুদ্ধে জয়ী হয়ে তারা নিজ নিজ কর্মস্থলে যোগদান করেছেন। যুক্ত হয়েছেন সেবামূলক কাজে।

[৫] কোভিড-১৯ শনাক্তদের মধ্যে ঢাকায় ৩২৭ জন এবং ঢাকার বাইরে ১১০ জন। কর্মকর্তাসহ হোম কোয়ারেন্টাইনেআছেন ৪৭ জন। শনাক্ত ৯০জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিভিন্ন থানা, ক্যাম্প ও হোটেল কোয়ারেন্টাইনে আছেন ৭৯ জন। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ
  • জনপ্রিয়