শিরোনাম
◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ০১:৪২ রাত
আপডেট : ১৩ জুন, ২০২০, ০১:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চট্টগ্রামে নতুন করে কোভিড-১৯এ ২০৭ জন আক্রান্ত

জুয়েল বড়ুয়া, চট্টগ্রাম প্রতিনিধি : [২] তার মধ্যে নগরের ৮৮ জন বিভিন্ন উপজেলায় ১১৯ জন। এ নিয়ে চট্টগ্রামে করোনা আক্রান্ত হয়েছে ৪ হাজার ৫৯৩ জন।
শুক্রবার (১২ জুন) দুপুরে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানিয়েছেন।

[৩] তিনি জানান, গতকাল বৃহস্পতিবার ৫টি ল্যাবে ৭৩৮টি নমুনা পরীক্ষা করে ২০৭ জন করোনা আক্রান্ত হয়েছে। ৭৩৮টি নমুনার মধ্যে ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৬৩ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের ফল পজিটিভ এসেছে। এর মধ্যে ১০ জন নগরেরর ও ১৬ জন উপজেলা।

[৪] চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে বৃহস্পতিবার ১৫৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ হয়েছে নগরের ৫ জনে ও বিভিন্ন উপজেলার ৩৯ জন।

[৫] চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১১৭ জনের নমুনা পরীক্ষা করে ৫৮ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে। ৫৮ জনের মধ্যে বিভিন্ন উপজেলার ৫৭ জন ও একজন নগরের বাসিন্দা। ইম্পেরিয়াল হাসপাতালের ল্যাবে ১৩৮ জনের নমুনা পরীক্ষায় নগরের ৭২ জনের করোনার ফল পজিটিভ এসেছে।কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে বৃহস্পতিবার ৬২ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে চট্টগ্রামের ৭ জনের করোনা পাওয়া গেছে।

[৬] বিভিন্ন উপজেলায় নতুন করে করোনা আক্রান্ত হওয়া ১১৯ জন হলেন লোহাগাড়ায় ৬, সাতকানিয়ায় ১, আনোয়ারায় ১, চন্দনাইশে ৮ পটিয়ায় ১, বোয়ালখালীতে ১০, রাঙ্গুনিয়ায় ১০, রাউজানে ১, ফটিকছড়িতে ১১, হাটহাজারীতে ৫৭, সীতাকুণ্ডে ১০ ও মিরসরাইয়ে ৩ জন।

[৭] জেলার সিভিল সার্জন জানান, ‘গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও দুই জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনা আক্রান্ত মোট রোগীর সংখ্যা ৪ হাজার ৫৯৩ জন। মৃত্যুবরণ করেছেন ১০৪ জন। ইতিমধ্যে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৩০৬ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়