শিরোনাম
◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল

প্রকাশিত : ১৩ জুন, ২০২০, ১২:৪৫ দুপুর
আপডেট : ১৩ জুন, ২০২০, ১২:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চৌগাছায় কোভিড-১৯ এ আক্রান্ত হাসপাতালের স্টাফ মটরসাইকেলে ঘুরে বেড়ালেন শহর

চৌগাছা (যশোর) প্রতিনিধি: [২] জেলার চৌগাছায় স্বপন দাস (৪০) নামে এক ব্যক্তি নতুন করে করোনা ভাইরাস পজেটিভ হয়েছেন। তিনি যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের ৪র্থ শ্রেণির স্টাফ (সুইপার) হিসেবে হাসপাতালের আইেেসালেশন ওয়ার্ডে কর্মরত এবং চৌগাছা শহরের ঋষিপাড়ায় তিনতলা একটি নিজস্ব বাসভবনে বসবাস করেন। ে

[৩] চৌগাছায় এর আগে সংক্রমিত চিকিৎসক ও নার্সসহ ১৬ জনকেই করোনামুক্ত ঘোষণা করা হয়েছে।
মোবাইল আলাপনে স্বপন জানান গত ৩-৪দিন আগে যশোর ২৫০ শয্যা হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি একজন ক্রিটিক্যাল রোগিকে মাস্ক পরাতে গেলে ওই রোগি হাচি দেন। ওইদিন রাত থেকেই তার জ্বরজ্বর ভাব, কিছুটা গলায় ব্যথা ছিল।

[৪] পরে হাসপাতালের অন্যদের সাথে বুধবার তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। তার নমুনা পাঠানো হয় যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে। সেখানে বৃহস্পতিবারের পরীক্ষায় তার নমুনা পজেটিভ হয়। শুক্রবার বেলা ১১টার দিকে হাসপাতাল থেকে তাকে মোবাইল ফোনে তাকে বাড়িতে আইসোলেশনে থাকতে নির্দেশ দেয়া হয়। স্বপন ধারনা করছেন ওই রোগির হাচি থেকেই তিনি সংক্রমিত হয়েছেন।

[৫] চৌগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফুন্নাহার বলেন, স্বপন যশোর ২৫০ শয্যা হাসপাতালের স্টাফ এবং তার স্ত্রী আমার চৌগাছা হাসপাতালের আয়া। সংবাদ পেয়ে আমি মোবাইলে তাকে বাড়িতে থাকার জন্য বলে দিয়েছি।

[৬] তিনি আরও জানান, স্বপনের স্ত্রী গতকাল বৃহস্পতিবারও হাসপাতালের অপারেশন থিয়েটারে (ওটি) ২-৩টি অপারেশনে চিকিৎসকদের সহযোগি ছিলেন। আমার অফিসেও এসেছিলেন। শনিবার সকালেই তার পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হবে একইসাথে তার বাড়িও লকডাউন করা হবে বলে জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়