শিরোনাম
◈ জিয়াউর রহমানের সময়ই দেশে বিভেদের রাজনীতির গোড়াপত্তন হয়: ওবায়দুল কাদের  ◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ১১:০৯ দুপুর
আপডেট : ১২ জুন, ২০২০, ১১:০৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাবনার পুলিশ সুপারসহ পুলিশের ১৩ সদস্য কোভিড-১৯ আক্রান্ত

মিজান তানজিল :[২]  পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এ তথ্য জানিয়েছেন।

[৩] তিনি বলেন, পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বর্তমানে শারীরিক ভাবে সুস্থ আছেন। তিনি পাবনার পুলিশ সুপারের জন্যে পাবনাবাসীর নিকট দোয়া কামনা করেছেন। পাশাপাশি পাবনার সকলকে সচেতনভাবে চলাচলের জন্যে অনুরোধও জানান।

[৪] পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম পিপিএম, বিপিএম বার করোনা সনাক্তের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমার পজিটিভ আসার  সঙ্গে সঙ্গে আমি নিজেই নিজেকে গুটিয়ে নিয়েছি। আমার কর্মস্থলে বা বাইরে যাদেরই সংস্পর্শে এসেছি তাদেরই পরীক্ষা করার জন্যে বলেছি। আর অফিসের সবারই নমুনা নিয়ে পরীক্ষার জন্যে পাঠানো হবে। এ সময় তিনি তার জন্যে পাবনাবাসীসহ সবার নিকট দোয়া কামনা করেন।

[৫] এদিকে সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: হাবিবুর রহমান বলেন, সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ১১ জনের নমুনা নিয়ে পাঠানো হলে গত ৭ জুন তাদের মধ্যে ৮ জনের করোনা ভাইরাস পজিটিভ হয়।

[৬] এছাড়াও পাবনা কোট পুলিশের দুই সাব ইনষ্পেক্টর ও পুলিশ লাইনের দুই পুলিশ সদস্যও আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছেন ডিআই-১ আলমগীর হোসেন।

[৭] সব মিলে পাবনা এখন পযন্ত মোট করোনা আক্রান্তের সখ্যা ১৭৬ জন বলে জানান পাবনার সিভিল সাজন ডা. মেহেদী ইকবাল। সম্পাদনা : জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়