শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৯:৩৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৯:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জরিপে জো বাইডেনকে এগিয়ে দেখানোয় সিএনএনকে ক্ষমা চাইতে বললো ট্রাম্পের প্রচারণা শিবির, অন্যথায় আইনী ব্যবস্থা নেয়ার হুমকি

লিহান লিমা: [২] নিউজ চ্যানেলটি বলছে, ৪০ বছরের ইতিহাসে এ ধরণের হুমকি আসলো।

[২] মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণা শিবিরের প্রধান প্রেসিডেন্ট জেফ জাকার সিএনএনকে পাঠানো এক চিঠিতে এই দাবি করেন। তবে সিএনএর মুখপাত্র ম্যাট ডর্নিক বলেছেন, আমাদের জরিপ যথার্থ। সিএনএন।

[৩] এর আগে সিএনএন প্রকাশিত জরিপে দেখা যায়, ২০২০ সালের নভেম্বরে অনুষ্ঠিতব্য প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেট দলের প্রার্থী জো বাইডেন ট্রাম্পের চেয়ে ১৪ শতাংশ বেশি এগিয়ে আছেন। নিবন্ধনকৃত ভোটারদের ৫৫ শতাংশ জো বাইডেনকে সমর্থন করেন। এদিকে ট্রাম্পের সমর্থন ৪১ শতাংশ। এই জরিপে দেখা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের গ্রহণযোগ্যতার হার ৩৮ শতাংশ, ২০১৯ সালের জানুয়ারির পর সর্বনিম্ন। এবং তার অগ্রহণযোগ্যতার ৫৭ শতাংশ।

[৪] জেফ জাকার অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের ভোটারদের ভুল পথে চালিত করার জন্য এই পুল বানানো হয়েছে।

[৫] সিএনএন বলছে, গত ৪০ বছরের ইতিহাসে এই প্রথম তারা আইনী ব্যবস্থা নেয়ার হুমকি পেয়েছে কারণ যুক্তরাষ্ট্রের কোনো রাজনীতিবিদ বা দল সিএনএন এর জরিপ পছন্দ হয় নি। এর আগে আমরা ভেনেজুয়েলা কিংবা অন্য শাসকদের কাছ থেকে হুমকি পেতাম, যারা স্বাধীন ও মুক্ত গণমাধ্যমকে সম্মান করতো না।

[৫] গত সপ্তাহে এবিসিনিউজ/ওয়াশিংটন পোস্ট, মোনমাউথ বিশ্ববিদ্যালয়, এনবিসি নিউজ/ওয়াল স্ট্রিট জার্নাল, কুইনিপিক বিশ্ববিদ্যালয় এবং ফক্স নিউজের জরিপে দেখা গিয়েছে, ট্রাম্পের চেয়ে এগিয়ে রয়েছেন বাইডেন। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়