শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৭:৫৬ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মে মাসে নারী ও শিশুসহ ৩৪০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েল, ধরপাকড় অব্যাহত

ইসমাঈল আযহার: [২] চলতি বছর মে মাসে ৩৪০ ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে দখলদার ইসরায়েল। মানবাধিকার সংস্থাগুলোর বরাত দিয়ে এখবর জানিয়েছে কুদস নিউজ। এনজিওগুলো তাদের মাসিক যৌথ প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি বন্দী ফিলিস্তিনিদের মধ্যে ২৫ জন শিশু ও ১০ জন নারী রয়েছে।

[৩] কারাগার কর্তৃপক্ষ ও ফিলিস্তিনি বন্দী সমিতি এক বিবৃতিতে জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েল জেরুজালেম থেকে ১৬২ জন, রামাল্লাহ থেকে ১৭ জন, হেবরোন থেকে ৪১ জন, জেনিন থেকে ৬১ জন, বেথেলহেম থেকে ২৩ জন, নাবলুস থেকে ৫ জন, তুলকর্ম থেকে ১৫ জন, ক্যালকিলিয়া থেকে ১০ জন ও গাজা উপত্যকা থেকে ৩ জনকে গ্রেপ্তার করেছে।

[৪] প্রতিবেদনে আরও বলা হয়, কোভিড -১৯ ছড়িয়ে পড়লেও এপ্রিলের তুলনায় মে মাসে গ্রেপ্তার বেড়েছে। করোনাভাইরাসের কারণে ফিলিস্তিনি এসব বন্দীদের জীবন হুমকির মুখে পড়েছে। ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দীদের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪৬০০-এ। এর মধ্যে ৪১ জন নারী এবং ১৭০ জন শিশু রয়েছে। ৩৮০ জন বন্দীকে কোনও অভিযোগ ছাড়াই গ্রেপ্তার করা হয়েছে।

[৫] উল্লেখ্য, ফিলিস্তিনে এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৬৬৫ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৫ জন। শনাক্ত রোগীদের ৮৮ শতাংশ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিনহুয়া

  • সর্বশেষ
  • জনপ্রিয়