শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৭:৫১ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৭:৫১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন ও প্রত্যাশা পূরণ সম্ভব নয়, বললেন হারুনুর রশীদ

মনিরুল ইসলামঃ [২] সংসদে উত্থাপিত প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন ও প্রত্যাশা পূরণ সম্ভব হবে না। এটি গতানুগতিক বাজেট। কোভিড-১৯ এ প্রমান হয়েছে স্বাস্থ্যখাত ধ্বংস হয়ে গিয়েছে। তাই সরকারি হাসপাতালে মন্ত্রী -এমপি চিকিৎসা নিতে যাচ্ছেন না। যাচ্ছে বেসরকারি হাসপাতালে। এভাবেই প্রাথমিক প্রতিক্রিয়া জানালেন জাতীয় সংসদের বিএনপির সংসদীয় দলের নেতা মো হারুনুর রশীদ।

[৩] তিনি জানান, আমরা বাজেট উপস্থাপনের সময় সংসদে ছিলাম না। আগামী ১৪ ও ১৫ জুন বাজেট অধিবেশনে যাবো। আগামী ২৪ জুন বাজেট আলোচনায় অংশ নিবো।

[৪] তিনি এ প্রতিবেদককে বলেন, বিএনপি থেকে আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়া জানাবে আজ। তারপরও আমি মনে করি সরকার বিগত দিনে আমাদের স্বাস্থ্য সেবাকে ভারতমুখী করার সকল আয়োজন করেছিলো বলেই স্বাস্থ্যখাতকে কৌশলে ধ্বংস করেছে।

[৫[ তিনি বলেন, বর্তমান সরকার বিগত ১০ বছরে কেন ডাক্তার, নার্স ও টেকনিশিয়ান নিয়োগ প্রয়োজন অনুসারে দেয়নি। এখন কেনো দিচ্ছে। স্বাস্থ্যখাতে পুকুর চুরি হয়েছে বিগত দিনে যেসব মন্ত্রী ও এমপি জড়িত তাদের বিরুদ্ধে কেন কোন ব্যবস্থা নেয়নি৷ ব্যবস্থা নিলে তো এমন হতো না।
হারুনুর রশীদ বলেন, স্বাস্থ্য খাতের দুর্নীতির সাথে বিগত ও বর্তমান সময়ে যারা জড়িত তাদেরকে বিচারের আওতা আনতে হবে। স্বাস্থ্য সেবা নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়