শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৭:০৭ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৭:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এবার শিল্পীদের ওপর করের চাপ

ইমরুল শাহেদ : [২] বিদেশি অভিনয় শিল্পী, কলাকুশলী, সঙ্গীতজ্ঞ, সঙ্গীতশিল্পী ও বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণ সংক্রান্ত নীতিমালা-২০২০ (সংশোধিত)’ জারি করেছে তথ্য মন্ত্রণালয়। আরটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই নির্দেশনার ক্ষেত্রে বিদেশি শিল্পীর মাধ্যমে বিজ্ঞাপন তৈরিতে নির্মাতাকে প্রত্যেক বিদেশি শিল্পীর জন্য ৫ লাখ টাকা করে সরকারকে দিতে হবে।

[৩] এছাড়া টিভি চ্যানেলের এককালীন প্রতি মিনিট ব্যাপ্তির ওই বিজ্ঞাপনের জন্য ১০ হাজার টাকা করেও দিতে হবে। কিন্তু কর বহন করবে কে? ৫ লাখ টাকার যে করের কথা হয়েছে সেটা কে বহন করবে - যিনি বিদেশি শিল্পী আনবেন তিনি, নাকি সংশ্লিষ্ট শিল্পীকে এই কর পরিশোধ করতে হবে? প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় বিজ্ঞাপনে বিদেশি শিল্পীর অংশগ্রহণের অনুমোদনের জন্য বিজ্ঞাপন নির্মাতা কোনো ব্যক্তি/প্রতিষ্ঠান সরাসরি এবং চলচ্চিত্র নির্মাণসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মাধ্যমে সংশ্লিষ্ট প্রযোজক/পরিচালক/প্রতিষ্ঠানকে তথ্য মন্ত্রণালয়ে আবেদন করতে হবে।

[৪] বিনা পারিশ্রমিকে বিদেশি অভিনয় শিল্পী, কলাকুশলী, সঙ্গীতজ্ঞ, সঙ্গীত শিল্পী ও বিজ্ঞাপনে বিদেশি শিল্পীদের অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ করা যাবে না। শিল্পীদের সঙ্গে সম্পাদিত চুক্তিপত্রে পারিশ্রমিকের পরিমাণ ও পারিশ্রমিক পরিশোধের পদ্ধতি উল্লেখ থাকতে হবে। বিদেশি শিল্পীর প্রাপ্ত সম্মানী দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী আয়কর ও ভ্যাটের আওতাভুক্ত হবে বলে সংশোধিত নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

[৫] অনুমোদনের জন্য সুপারিশকৃত বিদেশি অভিনয় শিল্পী, কলাকুশলী, সঙ্গীতজ্ঞ, সঙ্গীতশিল্পী ও বিজ্ঞাপনে বিদেশি শিল্পীদের তথ্য মন্ত্রণালয় থেকে ওয়ার্ক পারমিট গ্রহণ করতে হবে। সরকারের অনুমতি সাপেক্ষে স্থানীয় চলচ্চিত্রে বিদেশি কণ্ঠশিল্পীর গাওয়া গান ব্যবহার করা যাবে। বিদেশি শিল্পী সরকার অনুমোদিত সময় পর্যন্ত দেশে অবস্থান করবেন। সরকারি অনুমোদন ছাড়া ভিন্ন কোনো ছবির কাজে বা বেসরকারি কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না। অনিবার্য কারণবশত পূর্বানুমোদিত শিল্পীর পরিবর্তন প্রয়োজন হলে বিজ্ঞাপনের ক্ষেত্রে সরাসরি এবং চলচ্চিত্রসহ অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের মাধ্যমে মন্ত্রণালয়ের অনুমোদন নিতে হবে। কোনো শর্ত লঙ্ঘন করা হলে সরকার সংশ্লিষ্ট চলচ্চিত্র/বিজ্ঞাপন নির্মাণের বিষয়ে যে সিদ্ধান্ত গ্রহণ করবে তা চূড়ান্ত বলে গণ্য হবে।

[৬] নিরাপত্তা বা আইনশৃঙ্খলা বিঘ্নিত করে, আন্তর্জাতিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে, ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করতে পারে, নৈতিকতাহীনতা বা অশ্লীলতা ও বর্বরতা প্রদর্শনসহ বিভিন্ন বিষয় পরিলক্ষিত হলে মন্ত্রণালয়ের দেয়া অনুমতি বাতিল হয়ে যাবে বলে সংশোধিত নীতিমালায় জানানো হয়েছে।

[৭] এ ব্যাপারে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বলেন, আমাদের শিল্পী সমিতি প্রথম মেয়াদ থেকেই বিদেশি শিল্পীদের সিনেমায় ওয়ার্ক পারমিট ছাড়া কাজ নিয়ে সক্রিয় ছিলাম। সিলেটে অবৈধভাবে শুটিং করার সময় বাবা যাদব, রজতাভ দত্তসহ বেশ কজনকে সরকারের সহযোগিতায় কাজ বন্ধ করা সম্ভব হয়েছিল। বিদেশে গিয়ে কিন্তু আমরা ঠিকই রাজস্ব দিয়ে কাজ করি।

[৮] অথচ আমাদের দেশে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বিদেশি শিল্পী দিয়ে কাজ করতে দেখা গেছে। শিল্পীদের প্রতি আমাদের কোনও মর্যাদা নেই। তারা আসুক সমস্ত নিয়ম মেনে কাজ করুক।

  • সর্বশেষ
  • জনপ্রিয়