শিরোনাম
◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৭:৫৪ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৭:৫৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ধামরাইয়ে করোনা উপসর্গ নিয়ে নারীর মৃত্যু। লাশ সৎকার করলো পুলিশ

মোঃ রাসেল হোসেন : [২] ঢাকার ধামরাই পৌরসভার কায়েতপাড়া এলাকায় করোনা উপসর্গ নিয়ে পাখি মন্ডল (৩২) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মৃত্যুর পর তার লাশ সৎকারে কোন আত্মীয়স্বজন এগিয়ে না আসায় ধামরাই থানা পুলিশ ও স্থানীয় কাউন্সিলরের সহায়তায় মৃতের সৎকার করা হয়।

[৩] বৃহস্পতিবার সকালে করোনা উপসর্গ নিয়ে পাখি মন্ডল বাড়িতেই মারা যান।

[৪] এলাবাসী জানায়, ধামরাই পৌরসভার কায়েতপাড়ার দীপক রায় মল্লিক নামে এক ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে এক সপ্তাহ আগে মারা যান। এরপর তার বাড়ির গৃহপরিচারিকা পাখি মন্ডলও ঠান্ডা, জ¦র ও কাশিতে ভোগছিলেন। বৃহস্পতিবার সকালে গৃহপরিচারিকা পাখি মন্ডলও মারা যান। এরপর ওসির র্নিদেশে থানার এসআই খাইরুল ইসলাম, ধামরাই উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ও ধামরাই পৌরসভার ১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি প্রাণ গোপাল পালের সহায়তায় কায়েতপাড়ার নিজ বাড়ি থেকে পাখি মন্ডলের লাশ উদ্ধার করে স্থানীয় শ্মশানে সৎকার করেন।

[৪] ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত ধামরাই উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন তিন সাংবাদিক, ২৯ পুলিশ সদস্য, ১১ জন স্বাস্থ্যকর্মী, ৫ ব্যাংকার, ১২ পোশাক কর্মীসহ ২৬৪ জন। এরমধ্যে চারজনের মৃত্যু হয়েছে। ২৭ জন সুস্থ হয়েছেন এবং চারজন আইসোলেশনে চিকিৎসাধীন। অন্যরা বাড়ি থেকেই চিকিৎসা নিচ্ছেন।

[৫] এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় লাশের সৎকার করতে তার কোন আপনজন এগিয়ে আসেনি। খবর পেয়ে আমার পুলিশ, পৌর কাউন্সিলর আরিফুল ইসলাম ও পূজা উদযাপন পরিষদের নেতা নন্দ গোপাল সেনের সহযোগিতায় লাশ স্থানীয় শ্মশানে দাহ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়