শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৭:৫৩ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৭:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাজেট অধিবেশনে রওশন এরশাদ যাননি

ডেস্ক রিপোর্ট : [২] ভিন্ন প্রেক্ষাপটে শুরু হয়েছে এবারের বাজেট অধিবেশন। অন্য সময় প্রায় সব সংসদ সদস্য বাজেট অধিবেশনে যোগ দিলেও এবার অনেকেই নেই। এই প্রথম বাজেট অধিবেশনে যাননি বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

[৩]গতকাল বৃহস্পতিবার বিকাল তিনটার দিকে ২০২০-২০২১ অর্থবছরের বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এ বছরের বাজেট পেশ করার সময় জাতীয় সংসদে আসেনি। তবে শারীরিক অসুস্থতার কারণে সংসদে যোগ দেননি রওশন এরশাদ বলে জানাগেছে। এটাই প্রথম বিরোধী দলের নেতা ছাড়া বাজেট অধিবেশন শুরু হলো। এর আগে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বিরোধী দলের নেতা থাকার সময় বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন বলে সংসদ সূত্রে জানা গেছে।

[৪]সিডিউল অনুযায়ী যোগ দেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। সাধারণত দেশের অর্থবছরের বাজেট পেশের দিনে সংসদ থাকে টইটম্বুর। সরকারি দলের পাশাপাশি সব দলের সংসদ সদস্যরা অধিবেশনে যোগ দেন। তবে এবার ভিন্ন প্রেক্ষাপটে অধিবেশন হওয়ায় সংসদ সদস্যদের বাই রোটেশন যোগ দেয়ার দিন ধার্য করা হয়েছে।

[৫]জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইম মুহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলের নেতৃত্ব নিয়ে স্ত্রী রওশন এরশাদ ও তার ছোট ভাই জিএম কাদেরের মধ্যে একধরনের বিরোধ দেখা দেয়। পরে অবশ্য নানা ঘটনার পর জিএম কাদের চেয়ারম্যান হন আর রওশদ এরশাদকে করা হয়েছে দলের প্রধান উপদেষ্টা। একইসঙ্গে সংসদের বিরোধী দলীয় নেতাও রওশন। আর জিএম কাদের হলেন সংসদের বিরোধী দলীয় উপনেতা।

ইনকিলাব

  • সর্বশেষ
  • জনপ্রিয়