শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৫:৪০ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৫:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নিজে করোনায় আক্রান্ত জেনেও রোগী দেখলেন চিকিৎসক!

 

ডেস্ক রিপোর্ট : [২] নিজে করোনাভাইরাসে আক্রান্ত জেনেও এক চিকিৎসক তার ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেছেন। রংপুর নগরের চাউল অমোদ রোড এলাকায় এ ঘটনা ঘটেছে। বিষয়টি জানাজানি হওয়ার পর আজ বৃহস্পতিবার ওই চিকিৎসকের চেম্বার লকডাউনের নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন।

[৩]জেলা সিভিল সার্জন সূত্র জানায়, গত ২ জুন ওই চিকিৎসকের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। নিয়ম অনুযায়ী, নমুনা নেওয়ার পর তার আইসোলেশনে থাকতে হবে। কিন্তু তিনি তা করেননি। পরে গত রোববার তার নমুনা পরীক্ষার ফল পাওয়ার পর তার শরীরে করোনা সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়। এরপরও গতকাল বুধবার পর্যন্ত প্রতিদিনই তার চেম্বারে রোগী দেখেছেন।

[৪]এ পরিস্থিতিতে আজ সকালে নগরের চাউল আমোদ রোডে ওই চিকিৎসকের চেম্বার বন্ধ করে লকডাউনের নোটিশ টাঙিয়ে দেয় সিটি করপোরেশন। এ ছাড়া তার কাছে যারা চিকিৎসা নিয়েছেন, তাদের নিজ ইচ্ছায় আইসোলেশন যাওয়াসহ করোনা পরীক্ষার পরামর্শ দিয়েছে সিটি করপোরেশন। সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান বলেন, ‘বিষয়টি জানার পরপরই ব্যবস্থা নেওয়া হয়েছে। ওই চিকিৎসকের চেম্বার বন্ধ করে দেওয়া হয়েছে।’

[৫]ওই চিকিৎসক মুঠোফোনে বলেন, ‘আমি করোনা পরীক্ষার পর ফল দেরিতে জেনেছি। এ ঘটনার জন্য দুঃখিত। বর্তমানে বাড়িতে চিকিৎসা নিচ্ছি।’ সিভিল সার্জন ও জেলা করোনা কমিটির সদস্যসচিব হিরম্ব কুমার রায় বলেন, ‘করোনা পরীক্ষার নমুনা দেওয়ার পর ফল না পাওয়া পর্যন্ত সবাইকে আইসোলেশনে থাকতে বলা হয়েছে। কিন্তু অনেকেই তা মানেন না।’

উৎসঃ আমাদের সময়

  • সর্বশেষ
  • জনপ্রিয়