শিরোনাম
◈ ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা বিলে জো বাইডেনের সাক্ষর  ◈ বিশ্বের প্রতি যুদ্ধকে ‘না’ বলার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের  ◈ লোডশেডিং ১০০০ মেগাওয়াট ছাড়িয়েছে, চাপ পড়ছে গ্রামে ◈ বাংলাদেশে কাতারের বিনিয়োগ সম্প্রসারণের বিপুল সম্ভাবনা দেখছেন ব্যবসায়ীরা  ◈ হিট স্ট্রোকে রাজধানীতে রিকশা চালকের মৃত্যু

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৪:২৯ সকাল
আপডেট : ১২ জুন, ২০২০, ০৪:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মানের সঙ্গে আপোস নয়, পরিপূর্ণ আইপিএল চাইছে নাইটরাইডার্স

স্পোর্টস ডেস্ক: [২] আইপিলের কোয়ালিটি আইপিএল’কে স্পেশাল বানিয়েছে বিশ্বের দরবারে। তা যখনই অনুষ্ঠিত হোক না কেন, আইপিএলের মান নিয়ে যেন কোনও আপোস করা না হয়। সাফ জানালেন কলকাতা নাইট রাইডার্স সিইও বেঙ্কি মাইসোর। এমনকি কেকেআর সিইও’র কথায় অধিকাংশ আইপিএল ফ্র্যাঞ্চাইজিই চায় ‘কমপ্লিট’ টুর্নামেন্ট অনুষ্ঠিত হোক।

[৩] করোনার জেরে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাওয়ার পর সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে তৈরি হয়েছে নানা জল্পনা, নানা সম্ভাবনা। শোনা গিয়েছিল সীমান্ত পারাপারে নিষেধাজ্ঞাসহ নানা বিষয় বলবৎ থাকার কারণে বিদেশি ক্রিকেটারদের ছাড়াই অনুষ্ঠিত হবে আইপিএল। এমনটা বাস্তবে হলে টুর্নামেন্টের মানের সঙ্গে আপোস করা হবে বলে মনে করছেন বেঙ্কি। - কলকাতা টোয়েন্টি ফোর

[৪] কেকেআর সিইও’র বলেন, আমার মতে টুর্নামেন্টটা পুরোদমে আয়োজন করাটাই বুদ্ধিমানের কাজ হবে। ম্যাচ সংখ্যা একই রেখে, দেশি-বিদেশি ক্রিকেটারদের অংশগ্রহণেই আয়োজন করা হোক আইপিএল। এর আগে করোনা আবহে আইপিএল আয়োজন ঘিরে জটিলতা দেখে রাজস্থান রয়্যালস কেবল দেশীয় ক্রিকেটারদের নিয়ে টুর্নামেন্ট আয়োজনের প্রস্তাব দিয়েছিল।

[৫] যদিও সেই প্রস্তাব খণ্ডন করে দিল্লি ক্যাপিটালস আগেই জানিয়েছিল, বিদেশিহীন আইপিএল অনেকটা সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টের মতো। এখন দেখার বিসিসিআই কী সিদ্ধান্ত নেয়।

[৬] অক্টোবরে টি-২০ বিশ্বকাপ নিয়ে আইসিসি’র গতকালের বৈঠকে সিদ্ধান্ত ঝুলে থাকলেও বিসিসিআই নাকি আইপিএল আয়োজনের প্রস্তুতি গোপনে শুরু করে দিয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক রিপোর্ট অনুযায়ী আইপিএল আয়োজনের ব্যাপারে স¤প্রতি রাজ্য ক্রিকেট সংস্থাগুলোকে খোলা চিঠি প্রদান করেছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে খুব শিগগিরই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

[৭] রেভিনিউ কম হবে জেনেও খালি স্টেডিয়ামেই টুর্নামেন্ট আয়োজনে তৈরি বিসিসিআই। সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর চিঠিতে লিখেছেন, ‘দর্শকশূন্য স্টেডিয়ামে হলেও বিসিসিআই চলতি বছর আইপিএল আয়োজন করার ব্যাপারে সম্ভাব্য সমস্ত বিষয়গুলো নিশ্চিত করতে চাইছে। - টাইমস অব ইন্ডিয়া

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়