শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১২ জুন, ২০২০, ০৩:২৯ রাত
আপডেট : ১২ জুন, ২০২০, ০৩:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মহিউদ্দিন আহমদ : এক-এগারো : বাংলাদেশ ২০০৭-২০০৮ : যেভাবে হলো বইটি

মহিউদ্দিন আহমদ : এক-এগারো দেশের রাজনীতির গোড়া ধরে টান দিয়েছিল। এ নিয়ে একাধিক ডিসকোর্স আছে। ভিকটিমদের এক রকম বয়ান, আর অন্যদের অন্যরকম বয়ান। আমি এর সুলুকসন্ধান করতে চাইলাম। খবরের কাগজ আর ভিকটিমের বয়ানের পাশাপাশি এর উদ্যোক্তা এবং প্রত্যক্ষদর্শীর বয়ান জরুরি মনে হলো। সেজন্য উড়াল দিলাম যুক্তরাষ্ট্রে। সেখানে আছেন গুরুত্বপূর্ণ তিনজন। ড. ফখরুদ্দীন আহমদ, জেনারেল মইন ইউ আহমেদ এবং ব্রিগেডিয়ার জেনারেল চৌধুরী ফজলুল বারী। আমি ভাগ্যবান। সাক্ষাৎকার নেয়ার ক্ষেত্রে দু’একটা ব্যতিক্রম ছাড়া সবসময়ই সবার সহযোগিতা পেয়েছি।

 

আমার সাক্ষাৎকারগুলো সবই রেকর্ড করা। আমার প্রথম লক্ষ্য ছিলেন বারী। তাকে ধরার জন্য প্রথমে গেলাম ডালাস। স্কুল থেকে ইউনিভার্সিটি পর্যন্ত একসঙ্গে পড়েছি, এমন একজনের বাড়িতে উঠলাম। বন্ধু তার বাড়ির পুরো দোতলা আমার জন্য ছেড়ে দিল। বারীর সংগে ফোনে কথা হলো। তারপর দেখা। আমার বন্ধু তার গাড়িতে পৌঁছে দিল এক গ্যাস স্টেশনে অপেক্ষমান বারীর কাছে। আমি হাতবদল হয়ে বারীর গাড়িতে উঠলাম। তার সঙ্গে ছিলাম ছয় ঘণ্টা। তিনি গাড়ি চালাচ্ছেন আর কথা বলছেন। আমি শুনছি, প্রশ্ন করছি, রেকর্ড করছি। রাত দশটায় তিনি আমাকে নিয়ে গেলেন একটা মেক্সিকান রেস্তোরাঁয়। খাওয়ালেন।

 

বন্ধুকে ফোন করলাম। সে এসে আমাকে নিয়ে গেলো।বারীর গাড়িতে ভুলে আমার রেকর্ডার আর চার্জার ফেলে এসেছিলাম। পরদিন একই পদ্ধতিতে আবার মোলাকাত হলো। একইভাবে আবারও কথাবার্তা, টানা চারঘণ্টা। এবার বারী আমাকে পৌঁছে দিলেন বন্ধুর বাসায়। বারীর সঙ্গে আমার অন্তরংগ আলাপ হয়েছে। শুধু প্রাসঙ্গিক বিষয়গুলো বইয়ে উল্লেখ করেছি। এ নিয়ে আরেকটি বই লেখা যায়। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়