শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ০৭:২৪ সকাল
আপডেট : ১১ জুন, ২০২০, ০৭:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিসিএস তথ্য ক্যাডারের ৯ কর্মকর্তা কোভিড-১৯ এ সংক্রামিত

নিজস্ব প্রতিবেদক : [২] তথ্য ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের সভাপতি স ম গোলাম কিবরিয়া বৃহস্পতিবার (১১ জুন) সকালে গণমাধ্যমকে জানান, ‘তথ্য ক্যাডারের মোট ৯ জন কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে দুজনের কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে।

[৩] চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের (ডিএফপি) মহাপরিচালক গোলাম কিবরিয়া আরও বলেন, ‘করোনা আক্রান্ত কর্মকর্তারা সবাই করোনা প্রতিরোধে সরকারি কর্মসূচি বাস্তবায়নে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন।

[৪] বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশন থেকে প্রাপ্ত তথ্য মতে কোভিড-১৯ এ সংক্রামিত কর্মকর্তারা হলেন, সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ ওয়ারেছ হোসেন, বরিশাল বিভাগীয় তথ্য অফিসের উপ-পরিচালক মুহাম্মদ আমীরুল আজম, সিনিয়র তথ্য অফিসার মো. ইমরানুল হাসান, কৃষি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তথ্য অফিসার মো. কামরুল ইসলাম ভূঁইয়া, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তথ্য অফিসার মো. মাইদুল ইসলাম গাজীপুর জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন, মুন্সিগঞ্জের জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতরের সহকারী পরিচালক মোহাম্মদ সায়েম হোসেন, তথ্য অফিসার কাজী শাম্মীনাজ আলম। এর মধ্যে আমীরুল আজম, কামরুল ইসলাম ভূঁইয়া ও শাম্মীনাজ আলম সপরিবারে করোনা আক্রান্ত হয়েছেন।

[৫] এদিকে বিসিএস ইনফরমেশন অ্যাসোসিয়েশনের একজন নেতা জানিয়েছেন, ঢাকা বিভাগীয় তথ্য অফিসের উপপরিচালক আরিফ সাদেক করোনার লক্ষণ নিয়ে পরীক্ষা ছাড়াই বাসায় সঙ্গনিরোধে আছেন।

[৬] মুন্সিগঞ্জের জেলা তথ্য অফিসার মোহাম্মদ মনির হোসেন ও গাজীপুর জেলা তথ্য অফিসার মো. জালাল উদ্দিন সুস্থ হয়ে গেছেন বলে ইনফরমেশন অ্যাসোসিয়েশন থেকে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়