শিরোনাম

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ০২:৫৯ রাত
আপডেট : ১১ জুন, ২০২০, ০২:৫৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টেকনাফে ইয়াবাসহ দুই মানব পাচারকারী আটক

ফরহাদ আমিন, (কক্সবাজার) প্রতিনিধি: [২] কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ২ হাজার ৩পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মানব পাচারকারীকে আটক করেছে বিজিবি। বুধবার সন্ধ্যা হ্নীলা ইউপি নয়াপাড়া এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।

[৩] আটকরা হলেন, উপজেলার নয়া পাড়া এলাকার ছিদ্দিকুর রহমানের ছেলে শফিকুর রহমান (৬০) একই এলাকার মীর আহাম্মদের ছেলে মোঃ আইয়ুব(৪০)। বিজিবির ভাষ্যমতে, আটক দুই ব্যক্তি মানব পাচারকারী ও মাদক ব্যবসায়ী।

[৪] টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, হ্নীলা ইউপি নয়াপাড়া জেলে ঘাট এলাকার শফিকুর রহমানের মুদির দোকানে ইয়াবা ক্রয় বিক্রয় হবে। এমন তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটলিয়নের একটি বিশেষ টহলদল ঔই এলাকায় অভিযানে যায়। বিজিবি'র উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই মানব পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে লুঙ্গির ভেতর থেকে ২ হাজার ৩পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ব্যবহৃত মোবাইল ফোন উদ্ধার করা হয়। ইয়াবার আনুমানিক মূল্য ৬ লাখ ৯শ টাকা।

[৫] তিনি আরো বলেন, ধৃতরা স্বীকার করেন দীর্ঘ দিন ধরে টাকার বিনিময়ে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার ও বিভিন্ন এলাকায় ইয়াবা ক্রয় বিক্রয় করে আসছেন। উদ্ধার মোবাইল ও ইয়াবাসহ আটকদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়াধীন রয়েছে। সম্পাদনা: সারোয়ার জাহান

  • সর্বশেষ
  • জনপ্রিয়