শিরোনাম
◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১১ জুন, ২০২০, ১২:৫৮ দুপুর
আপডেট : ১১ জুন, ২০২০, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আগস্টে শ্রীলঙ্কা সফরে যেতে রাজি হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড

স্পোর্টস ডেস্ক : [২] ভারত-বাংলাদেশে করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক না হলেও দ্বীপ রাষ্ট্র শ্রীলঙ্কায় স্বাভাবিক জীবন যাপন ফিরছে বেশ কিছুদিন আগেই। তাই আয়োজক দেশটি সিরিজ দুটি স্থগিত না করে বরং যথাসময়ে চালিয়ে নেয়ার প্রস্তাবই দিচ্ছে। বাংলাদেশ না বললেও ভারত স্বস্তি দিচ্ছে লঙ্কান বোর্ডকে। সরকারি অনুমতি মিললে আগস্টে শ্রীলঙ্কার বিমানে চড়বে ভিরাট কোহলিরা। খবর : ক্রিকেট৯৭

[৩] চলতি মাসে লঙ্কা সফরে যাওয়ার কথা ছিল ভারতীয় দলের। তবে দেশটির করোনা পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় না আসায় এখনো অনুশীলনও শুরু করতে পারেনি কোহলিরা-রোহিতরা। নির্ধারিত সূচীতে না হলেও আগস্টে সফরটি শেষ করার আশ্বাস দিয়েছে ভারতীয় বোর্ড।

[৪] এমন আশ্বাসের পর লঙ্কান বোর্ডও তাদের সরকারের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়ার প্রস্তুতি নিচ্ছে। সরকারি ছাড়পত্র পেলেই বিসিসিআইয়ের সাথে বিস্তারিত আলোচনা করবে শ্রীলঙ্কা ক্রিকেট।

[৫] জুনে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার কথা ছিল ভারতের। করোনার প্রভাবে সৃষ্ট সংকটে সিরিজিটি বাতিল হওয়ার শঙ্কা ছিল। এদিকে টিভি স্বত্বের মাধ্যমে রাজস্ব আয় বাড়ানোর ক্ষেত্রে সিরিজটির উপর নির্ভর করছে শ্রীলঙ্কান বোর্ড।

[৬] সিরিজটি মাঠে গড়ালে দর্শকবিহীন ‘ক্লোজ ডোর’ ম্যাচ নয় বরং ৩০-৪০ শতাংশ গ্যালারি পূর্ণ করতে চায় এসএলসি। সেক্ষত্রে দর্শকদের মধ্যে অন্তত এক মিটার দূরত্ব বজায় রাখার চেষ্টা করা হবে বলেও জানানো হয়।

[৭] এদিকে সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিতব্য এশিয়া কাপের ভেন্যুও স্থানান্তরিত হয়ে শ্রীলঙ্কায় হবে বলে জানিয়েছে লঙ্কান বোর্ড। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সবশেষ সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে দাবি এসএলসির। তবে এসিসির পরবর্তী বোর্ড সভাতেই এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসতে যাচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়