শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ১১:৪১ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২০, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[২] অতিরিক্ত মূল্যে বিক্রির তথ্য দিলে ভ্রাম্যমান আদালত শাস্তি দিবে

লাইজুল ইসলাম :[৩] গেলো কয়েকদিন ধরে সবচেয়ে বেশি আলোচনায় আছে অক্সিজেন সিলিন্ডার। কোভিড-১৯ সংক্রমিতদের মধ্যে মাঝারি উপসর্গ বহনকারী রোগিদের অক্সিজেন প্রয়োজন হয়। সংক্রমিত অনেকে বাসায় বসেই চিকিৎসা নিচ্ছেন। তাই অনেকেই কিনছেন অক্সিজেন সিলিন্ডার। কিন্তু অভিযোগ আছে ৫ থেকে ৮ বা ১০ গুন বেশি দামে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার।

[৪] নিম্ন ও মধ্য নিম্ন বিত্তরাও ৩০ বা ৪০ হাজার টাকা দিয়ে অক্সিজেন সিলিন্ডার কিনতে হিমসিম খাচ্ছে।

[৫] র‌্যাব মহাপরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, আমাদের কাছে কেউ অভিযোগ কেউ করেনি। তবে এটা আমরাও জানতে পেরেছি। এই বিষয়ে অভিযোগ বা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য পেলে অবশ্যই ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।

[৬] ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম বলেন, এই মহামারি অবস্থায় এমন কাজ কেউ করলে তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে। আমাদের কাছে এখনো কেউ অভিযোগ করেনি। তবে আমরা শুনতে পেরেছি অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে অক্সিজেন সিলিন্ডার। প্রয়োজন হলে স্বাস্থ্য অধিদপ্তরকে সঙ্গে নিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করবে ডিএমপি।

[৭] স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের সহযোগি পরিচালক আয়শা আক্তার বলেন, ইতোমধ্যে চট্টগ্রামে শুরু হয়েছে অভিযান অক্সিজেনের অতিরিক্ত দাম রাখায়। রাজধানীতেও এদের বিরুদ্ধে পরিচালিত হতে পারে ভ্রাম্যমান আদালত। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়