শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ১০:৫৯ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২০, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্যস্ত রাজাবাজার শান্ত হয়ে গেলো লকডাউনে

ইসমাঈল ইমু : [২] রাজধানীর পূর্ব রাজাবাজার এলাকার অলিগলি সরু হওয়ায় জ্যাম লেগেই থাকতো। ফুটপাতে হকার, যত্রতত্র দোকানপাটের কারণে পায়ে হেঁটে চলাচল করাই কষ্টকর ছিল। কিন্তু বুধবারের সকালে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা গেলো। ১৪ দিনের জন্য লকডাউন করে দেওয়ায় অন্যরকম দিন পার করছে রাজাবাজারবাসী।

[৩] আটটি প্রবেশপথের মধ্যে শুধু আইবিএ হোস্টেলের পাশেরটি খোলা রয়েছে। তবে সেই পথটি দিয়েও ওই এলাকায় অবস্থানরত সংবাদকর্মী, চিকিৎসক ও নার্স ছাড়া কাউকেই প্রবেশ বা বের হতে দেওয়া হচ্ছে না।

[৪] ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদুর রহমান খান ইরান বলেন, এলাকাবাসীকে বিভিন্ন বিষয়ে সহযোগিতা করতে ৪০ জন স্বেচ্ছাসেবক সকাল থেকে কাজ করে যাচ্ছেন। এলাকাবাসীর সুবিধার্থে বেশ কয়েকটি কাঁচাবাজারের ভ্যান আগে থেকেই প্রস্তুত রাখা হয়েছে। সেগুলো এলাকার মধ্যে ঘোরাফেরা করছে। কোনো জরুরী প্রয়োজনে স্বেচ্ছাসেবকদের ডাকলেই তারা এলাকার বাসিন্দাদের সেবা দিচ্ছেন। এয়াড়াও কারো হাসপাতাল বা জরুরীভাবে ফার্মেসীতে যাওয়ার প্রয়োজন হলে তাদেরও সহযোগিতা করা হচ্ছে। লকডাউন সফল করতে এলাকার বাসিন্দাদের সহযোগিতা করার আহবান জানান তিনি।

[৫] শেরেবাংলা নগর থানা পুলিশ জানায়, এলাকার বাসিন্দাদের মধ্যে যারা সাংবাদিক, ডাক্তার ও নার্স শুধুমাত্র তাদের বের হতে এবং প্রবেশ করতে দেয়া হচ্ছে। এর বাইরে অন্য কোনও পেশার কাউকেই বের হতে দেওয়া হচ্ছে না।

[৬] এদিকে মঙ্গলবার রাত ১২টা থেকে লকডাউন কার্যকরে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনা টহল জোরদার করা হয়েছে। সেনা সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনীর সাথে সমন্বয় করে লকডাউন নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল পদক্ষপসমূহ গ্রহণ করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়