শিরোনাম
◈ সাতক্ষীরায় এমপি দোলনের গাড়িতে হামলা ◈ চুয়াডাঙ্গার পরিস্থিতি এখন মরুভূমির মতো, তাপমাত্রা ৪১ দশমিক  ৫ ডিগ্রি ◈ ফরিদপুরে পঞ্চপল্লীতে গণপিটুনিতে ২ ভাই নিহতের ঘটনায় গ্রেপ্তার ১ ◈ মিয়ানমারের ২৮৫ জন সেনা ফেরত যাবে, ফিরবে ১৫০ জন বাংলাদেশি: পররাষ্ট্রমন্ত্রী ◈ ভারতে লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট পড়েছে ৫৯.৭ শতাংশ  ◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ১০:৫১ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২০, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] লকডাউনের জন্য মে মাসে ১৩,৪৯৪ জন নারী ও শিশু সহিংসতার শিকার, এরমধ্যে প্রথম শিকার ৪১৬০ জন

তরিকুল ইসলাম : [২] বুধবার মানুষের জন্য ফাউন্ডেশন ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেছে, নারী ও শিশুর উপর নির্যাতনের হার বেড়েছে শতকরা ৩১ ভাগ।

[৩] প্রথম বারের মতো সহিংসতার শিকার ১৩১৯ শিশু এবং ২৮৪১ জন নারী। প্রতি ১০ জনে ৬ জন শিশু ও প্রতি ৪ জন নারীর মধ্যে ১ জন নতুন আক্রান্ত।

[৪] মানুষের জন্য নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, পারিবারিক সহিংসতার মধ্যে শারীরিক নির্যাতনের শিকার ২০৮৫জন, মানসিক নির্যাতনের শিকার ৪৯৪৭জন, অর্থনৈতিক কারনে ৩৫৮৯ জন এবং যৌন নিপীড়ণের শিকার ৪০৪ জন নারী।

[৫] মোট নিপীড়িত ১১,৩২৩ জন নারীর মধ্যে ১১,০২৫ জন। নারীর প্রতি পারিবারিক সহিংসতা সবচেয়ে বেশি ঘটেছে স্বামীর হাতে।

[৬] মে মাসে পারিবারিক নির্যাতনের শিকার হয়েছে ১৬২১টি শিশু। নির্যাতিত শিশুদের মধ্যে ১৪৭৭ জন মেয়ে এবং ৬৯৪ জন ছেলে। বাল্যবিয়ে হয়েছে ১৭০ জনের এবং ২৩৩ টি বাল্যবিয়ে থামানো গেছে।

[৭] শিশু ধর্ষণের ঘটনা ঘটেছে ১৯টি, ১৮ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। ২১ টি অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যে ১৯ টি মেয়ে বাকি দুজন ছেলে। ১৩ টি মেয়েশিশু ও ৬টি ছেলে শিশুকে হত্যা করা হয়েছে। ত্রাণ আনতে গিয়ে ৩টি মেয়ে যৌন হয়রানির শিকার হয়েছে। মোট ২১৭১ জন শিশু নানাধরণের সহিংসতার শিকার হয়েছে।

[৮] নারীর ও শিশুর প্রতি নির্যাতনের হার বেড়ে চলার এই হার খুব ভয়াবহ উল্লেখ করে শাহীন আনাম বলেন, কোভিড-১৯ এর কারণে সহিংসতা বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনকে করোনার পাশাপাশি নারী ও শিশুদের সহিংসতার বিষয়ে লক্ষ রাখতে হবে।

[৯] পরিচালিত জরিপে দেশের ৫৩ টি জেলার ৫৩,৩৪০ জন নারী ও শিশুর সাথে ফোনে কথা বলেছে মানুষের জন্য ফাউন্ডেশন। এর মধ্যে ৩৭,৪৩৪ জন নারী ও ১৫,৯০৬ জন শিশু সক্রিয় ভাবে জরিপে অংশ নিয়েছে বলে জানানো হয়। সম্পাদনা : খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়