শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ১০:১৭ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২০, ১০:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোর্ভিড-১৯: সংক্রমণের ঝুঁকি নিয়েই গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিচ্ছে আলোর গেরিলা টিম

সোহেল হোসাইন, মানিকগঞ্জ প্রতিনিধি: [২] দেশে নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যেও গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি আলো গেরিলা টিম। স্বাস্থ্যবিধি মেনেই গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন তারা। অফিস থেকে প্রত্যেক সদস্যদেরকে স্বাস্থ্য সুরক্ষার জন্য সবসময় দিক নির্দেশনাসহ মাস্ক হেন্ডসেনিটাইজার গ্লাফস দেওয়া হচ্ছে।

[৩] করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে সরকার নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা অফিসের কর্যক্রম চালিয়ে যাচ্ছেন। এতে গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিতে কিছুটা বেগ পেতে হচ্ছে। তবে শারীরিক দুরত্ব বজায় রেখে এবং স্বাস্থ্য বিধি মেনে অফিস করার সিদ্ধান্ত নেয়া হয়। করোনার ক্রান্তিকালে জীবনের ঝুঁকি নিয়েই গ্রাহকদের বিদ্যুৎ সেবা দিয়ে যাচ্ছেন তারা। এছাড়া গ্রাহকরা যাতে নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করতে এবং গ্রাহকদের জরুরি বিদ্যুৎ সেবা দিতে গঠন করা হয়েছে দুর্যোগে আলোর গেরিলা নামের একটি বিশেষ টিম। “সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিব সচল” নিয়ে কাজ করে যাচ্ছে এই গেরিলা টিম। এতে গ্রাহকরা পাচ্ছেন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা।

[৪] বিদ্যুৎ বিল পরিশোধ করতে আসা কয়েকজন গ্রাহক বলেন, করোনার মাঝেও বিদ্যুৎ বিল দিয়ে আসছি কারণ এটি রাষ্ট্রের সম্পদ। আমরা গ্রাহকরা চাইনা রাষ্ট্রে কোনো সমস্যা হউক। রাস্তায় গাড়ি-ঘোড়া তেমন চলে না এজন্য পায়ে হেঁটে বিদ্যুৎ বিল দিতে অফিসে আসছি। সামাজিক দুরত্ব মেনে গ্রাহকদের বিদ্যুৎ বিল পরিশোধ করতে দেখা গেছে।

[৫] মানিকগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার মো: আব্দুর রশিদ মৃধা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সামজিক দুরত্ব বজায় রেখেই অফিসের সকল কার্যক্রম চলছে। গ্রাহকদের বিদ্যুৎ সেবার অব্যাহত রাখতে জরুরি বিদ্যুৎ সেবা দিতে আলোর গেরিলা নামের একটি বিশেষ টিম করা হয়েছে। এছাড়া সমিতির সকল কর্মকর্তা ও কর্মচারির একদিনে বেতন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান দেওয়া হয়েছে।

[৬] করোনা পরিস্থিতির মোকাবিলায় পল্লীবিদ্যুৎ সমিতি গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার লক্ষে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। তবে গ্রাহকরা বকেয়া ও চলতি মাসের বিদ্যুৎ বিল যথাসময়ে পরিশোধ করলে দেশের এই সংকটকালে বিশেষ অবদান রাখতে পারবে দেশের সকল বিদ্যুৎ সমিতি এমনটাই মন্তব্য করেন তিনি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়