শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১০ জুন, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১০ জুন, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাসুয়াড়ি ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে সাত ইউপি সদস্যর অভিযোগ

আজিজুল ইসলাম, বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি : [২] যশোর উপজেলা বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে সেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ করেছেন পরিষদের সাত সদস্য। তারা জানান, উপজেলা নিবার্হী অফিসারের নিকট এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন। স্থানীয়, গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ কপি সরবরাহ করা হয়েছে।

[৩] অভিযোগে জানা গেছে, বাসুয়াড়ী ইউপি চেয়ারম্যান আবু সাঈদ সরদার গত ৪ জুন নিয়ম বহির্ভূতভাবে ২০২০-২১ ইং অর্থ বছরের বাজেট ঘোষণা করেন । ওই বাজেট প্রদানের আগে কোনো আলোচনা সভা করা হয়নি। এর প্রতিবাদ করতে গেলে তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করেন চেয়ারম্যান সাঈদ।

[৪] এ কারণে বাজেট অনুষ্ঠান বর্জন করেন এই সাত ইউপি সদস্য। তারা হলেন- ১নং ওয়ার্ডের সদস্য নূর জালাল, ৪ নং ওয়ার্ডের মতিয়ার রহমান, ৫ নং ওয়ার্ডের ছাদেকুর রহমান, ৭ নং ওয়ার্ডের লুৎফর রহমান, ৮ নং ওয়ার্ডের শহিদুল ইসলাম, ৯ নং ওয়ার্ডের জাহিদ সরদার এবং সংরক্ষিত ৭.৮ ও ৯ নং ওয়ার্ড মহিলা সদস্য আরজিনা বেগম।

[৫] এর আগে, গত বছরের ৬ নভেম্বর চেয়ারম্যান আবু সাঈদ সরদারের বিরুদ্ধে দূর্ণীতির নানা অভিযোগ এনে যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন কতিপয় ইউপি সদস্য।

[৬] এ ব্যাপার চেয়ারম্যান আবু সাঈদ সরদার বলেন, ‘কতিপয় ইউপি সদস্যরা আমার বিরুদ্ধে উদ্দেশ্যমূলকভাবে অভিযোগ করেছেন। সম্পূর্ণ আইন অনুযায়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালিত হচ্ছে’।

[৭] উপজেলা নিবার্হী অফিসার তানিয়া আফরোজ বলেন, ‘অভিযাগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা গ্ৰহণ করা হবে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়